বিচ্ছেদ আর জল্পনা নয়, নুসরতকে বিবাহ বিচ্ছেদের নোটিস ধরালেন নিখিল
- FB
- TW
- Linkdin
আর কোনও জল্পনা নয়, এক প্রথম সারির সংবাদ মাধ্যমকে সাফ ডিভোর্সের কথা জানিয়ে দিলেন নিখিল জৈন।
যদিও এই বিষয় নিয়ে বিস্তারিত ভাবে মুখ খুলতে নারাজ তিনি। বরাবরই নিখিল নিজেকে সমালোচনা থেকে দূরে রাখতেই পছন্দ করেন।
২০২০ শেষে যখন সকলের চোখে স্পষ্ট হয়ে যাচ্ছিল নিখিল ও নুসরতের ভাঙন,তখনই গল্পে হাজির যশ।
তাঁর সঙ্গে হলিডে ট্রিপ থেকে শুরু করে ঘনিষ্ঠটা, একাধিক খবর প্রকাশ্যে আসতে শুরু করে।
এরপরই নিখিল ও নুসরত এতে অন্যকে সোশ্যাল মিডিয়ার পাতায় ফলো করা বন্ধ করে দেয়।
আঁচ মিলেছিল ঠিক তখনই। যদিও সম্পর্কের এই ঝড় নিয়ে কখনও কেউ প্রকাশ্যে কথা বলতে চাননি।
বিয়ের ঠিক এক বছর নয় মাসের মাথায় গিয়ে বিচ্ছেদের পথই বেছে নিলেন এই দুই স্টার।
নিখিলেন কথায়, তিনি কখনই কিছু বললেনি নুসরতকে, তবে কেন শেষে এই পদক্ষেপ নিতে হল, তা নিয়ে কিছু জানাতে নারাজ নিখিল।
অথচ এক সপ্তাহ আগে, প্রেম দিবসেও নিখিলের পোস্টে ছিল আশার আলো। আকারে ইঙ্গিতে তিনি বুঝিয়ে দিয়েছিলেন মন ভাঙার কথা।
কিন্তু সেই শেষ চেষ্টাও বোধহয় এবার ব্যর্থ, তাই চরম পদক্ষেপ এবাার নিয়ে ফেললেন নিখিল।
সামনেই বাংলায় বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট নিয়ে রাজনেতিক দলগুলির প্রচার, তাই ভোটের সব খবর পেতে অবশ্যই ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলা।