- Home
- Entertainment
- Bengali Cinema
- 'সে বদলে গিয়েছে', আজও নুসরতের অপেক্ষায় নিখিল, ভ্যালেন্টাইন্স ডে পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে
'সে বদলে গিয়েছে', আজও নুসরতের অপেক্ষায় নিখিল, ভ্যালেন্টাইন্স ডে পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে
- FB
- TW
- Linkdin
নিখিলের সঙ্গে ক্রমেই দুরত্ব বাড়ছে নুসরতের। এমনটাই জল্পনা এখন টলি পাড়ায়। বিগত কয়েক মাসে নানা উত্থান পত্তনের মধ্যে দিয়ে গিয়েছে নিখিলের সংসার।
যদিও একাধিকবার তিনি জানিয়েছেন যে এই সকল বিতর্কের মধ্যে থেকে যেন তাঁকে বাদ রাখা হয়।
কিন্তু নেট দুনিয়ায় ঠিক তার উল্টো ছবি পড়ছে চোখে। কখনও যশ কখনও আবার নুসরতের কেরিয়ার, বা রাজনীতির ময়দান উঠে আসছে সামনে।
যশের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন নুসরত, এমন দাবী ছিল নেট দুনিয়ার। কিন্তু এই নিয়ে মুখ খুলতে নারাজ ছিলেন তিনি।
এক সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন বাইরে গিয়ে দেখাও তো হতে পারে। তবে নিখিলকে নিয়ে মুখ খোলেননি তাঁরা।
তবে দীর্ঘ দিন যাবত দুজনের সোশ্যাল মিডিয়ায় নেই একে অন্যকে নিয়ে কোনও পোস্ট। ফলোও করছেন না তাঁরা দুজন দুজনকে।
তবে নুসরত এখন বেজায় ব্যস্ত। ঝড়ের বেগে ভাইরাল এখন নুসরতে পার্সোনাল লাইফের সাত কাহন।
কিন্তু এই দুরত্বই বোধ হয় কোথাও কুঁড়ে কুঁড়ে খাচ্ছে নিখিলকে। ভ্যালেন্টাইন ডে তে সেই পোস্টই ভাইরাল নেট পাড়ায়।
নিখিল লিখলেন, আমি দুঃখিত, আমায় যেন কি কথা দিয়েছিলে তুমি, কেউ আজ বদলে গিয়েছে, আমি কিন্তু একই আছি।
এই বার্তা কি তবে নুসরতের জন্য! এমনটাই জল্পনা তুঙ্গে, নেটিজেনরা পাশে দাঁড়ালেন নিখিলেন, লিখলেন, সব ঠিক হয়ে যাবে।