নিখিলের সঙ্গে সম্পর্কের তিক্ততা, যশের সঙ্গে ঘনিষ্ঠতা, গুঞ্জন নিয়ে 'লজ্জিত' নন নুসরত
First Published Jan 11, 2021, 12:39 PM IST
সংবাদ শিরোনামে এখন কয়েকটা নাম সর্বদা বিরাজমান। নুসরত জাহান, নিখিল জৈন এবং যশ দাশগুপ্ত। ফিল্মি প্লটলাইনে দেখা লাভ ট্র্যায়াঙ্গেল যে এভাবে বাস্তব জীবনে সত্যি হয়ে যাবে ভাবেনি কেউ। হঠাৎ করেই যশ ঢুকে পড়েছেন তাঁদের মাঝে। এমনই অনুমান ভক্তদের। নুসরতের রাজস্থান ট্রিপের পরই নিখিল ও তাঁর সম্পর্কে চিড় ধরা নিয়ে জল্পনা তুঙ্গে। কী করে এমন সুখী পরিবারে অন্ধকার নেমে এল, প্রশ্ন শুভাকাঙ্খীদের। নিখিল ও নুসরতের জীবনে তিক্ততা ক্রমশ বাড়ছে বলেই আন্দাজ নেটিজেনদের।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন