- Home
- Entertainment
- Bengali Cinema
- জৈন পরিবারের পুত্রবধূ হয়েও ষোলোয়ানা বাঙালি নুসরত, প্রকাশ পেল নায়িকার Bong Beauty
জৈন পরিবারের পুত্রবধূ হয়েও ষোলোয়ানা বাঙালি নুসরত, প্রকাশ পেল নায়িকার Bong Beauty
সাংসদ অভিনেত্রী নুসরত জাহানের জনপ্রিয়তা ক্রমশ আকাশ ছুঁই। কেবল বাংলায় নয়, দেশের বিভিন্ন কোণায় লুকিয়ে রয়েছে তাঁর ভক্ত। নিখিল জৈনের সঙ্গে বিয়ে হওয়ার পর সেই অগণিত ভক্তদের মন ভেঙেছিল এক নিমেষে। জৈন পরিবারের পুত্রবধূ নুসরত জাহান। তবে বাঙালিয়ানা এখনও একই রকম বজায় রেখেছেন তিনি। যতই হোক বাংলার মেয়ে তিনি। সেই বাঙালিয়ানা কখনই মুছে ফেলবেন না নুসরত।
18

সম্প্রতি তাঁর পোস্ট করা ছবিগুলিতে তাই প্রকাশ পেল। শাড়িতে সর্বদাই সুন্দর নুসরত জাহান।
28
তবে বাঙালির ছোঁয়া যেন এবারে বড্ড বেশি। হ্যান্ডলুম শাড়ি, সঙ্গে লাল-নীল রঙের লম্বা হাতার ব্লাউজ।
38
খোলা চুলে সাজিয়েছেন নিজেকে। গয়নার মধ্যে ভারি কানপাশা, হাতে এক জোরা বালা।
48
কপালে ছোট্ট লাল টিপই বাড়িয়ে তুলেছে তাঁর সৌন্দর্য। সঙ্গে মেকআপেও রয়েছে ব্লাশ পিঙ্কের ছোঁয়া।
58
যা দেখে মনে হচ্ছে সাংসদ-অভিনেত্রী হয়তো সত্যিই লজ্জায় রাঙা হয়ে উঠেছেন।
68
ইতিমধ্যেই তাঁর এই ছবিগুলি রীতিমত ভাইরাল নেটদুনিয়ায়। ছবিতে তাঁর বাঙালিয়ানা দেখে বেজায় খুশি ভক্তরা।
78
লেহেঙ্গা কিংবা জিনস, ড্রেসেও নুসরতকে তাদের পছন্দ হলেও বাঙালিয়ানা তাঁকে যেন সত্যি লাস্যময়ী দেখায়।
88
বাঙালি সাজে তাঁকে বেশি দেখতে পছন্দ করে অনুরাগীরা। এমনকি তাঁর অবাঙালি একাধিক ভক্তদেরও একই মত।
Latest Videos