- Home
- Entertainment
- Bengali Cinema
- সম্পর্কের ঝড়, ভাঙনের জল্পনার মাঝে মুখ খুলে ভাইরাল নুসরত, নিজেকে নিয়ে এ কী বললেন ডিভা
সম্পর্কের ঝড়, ভাঙনের জল্পনার মাঝে মুখ খুলে ভাইরাল নুসরত, নিজেকে নিয়ে এ কী বললেন ডিভা
- FB
- TW
- Linkdin
কয়েকদিন ধরেই টলিউডের অন্দরমহলে একটাই জল্পনা সবার চোখের সামনে উঠে আসছে। তা হল নিখিল-নুসরতের সম্পর্ক।
এই জুটির মধ্যে এখন একটাই বিবাদ, তা হল যশ। সম্প্রতি এই তিন নাম নিয়ে একের পর এক গুঞ্জণ ছড়িয়েছে সর্বত্র।
যা নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে নারাজ সকলেই। যশের সঙ্গে নুসরতের পুরোনো ভিডিও হয়ে উঠেছে ভাইরাল।
সামনে এসেছে রাজস্থান থেকে ফ্রেমবন্দী হওয়া এই জুটির একাধিক ছবি। যা মুহূর্তে ভাইরাল হয়ে ওঠে নেট দুনিয়ায়।
এরই মধ্যে জল্পনা বাড়িয়ে তোলে নুসরত ও নিখিল একে অন্যকে আনফলো করায়। একে অন্যের থেকে কী তবে মুখ ফিরিয়ে নিচ্ছেন!
টলিপাড়া যখন নয়া সম্পর্কের ধোঁয়াশা জেরে তোলপাড়া, ঠিক সেই সময়ই নুসরত সোশ্যাল মিডিয়ার পাতায় মুখ খুললেন।
লিখলেন তিনি নিজের মনের অবস্থা নিজেই স্থির করে থাকেন। কোনও কিছু দ্বারা প্রভাবিত হন না অভিনেত্রী নুসরত জাহান।
তা আরও একবার স্পষ্ট করে দিল তিনি নিজের যায়গায় কতটা পার্ফেক্ট। কোনও গুজব ও গুঞ্জণই ছুঁতে পারে না নুসরতকে।
তবে কী সম্পর্কের মাঝে থাকা কোনও বিবাদকে এড়িয়ে যেতে চাইছেন নুসরত, না কি টলিউডের এই গুঞ্জণ সত্যিই একটা গুজব!
এই প্রশ্ন থেকেই যায়। যদিও এখন খবরের শিরোনামে বেশ কয়েকটি পয়েন্ট ঘুরে ফিরে আসছে, যা ভাবিয়ে তুলেছে নুসরত ভক্তদের।