রাতের অন্ধকারে আলোর সঙ্গে লুকোচুরি খেলা নুসরতের, ফুরফুরে মেজাজের কারণ কী
First Published Nov 29, 2020, 10:13 AM IST
নুসরত জাহানের নাইট ফোটোশ্যুটে নজর আট থেকে আশির। কালো রেসার ব্যাকে নো মেকআপে লুকে ধরা দিয়েছেন সাংসদ অভিনেত্রী। চুলের হালকা কার্লসে মন জিতেছেন হাজারও ভক্তদের। গ্ল্যামার ক্যুইনের ভরা যৌবনে মাথা ঘুরছে সকলের। এ কী রূপে ধরা দিলেন নুসরত, যা হার মানাচ্ছে বলিউডের গ্ল্যামারকেও। নুসরতের নিত্যদিনের পোস্টেই থাকে কোনও না কোনও চমক। আজ রিল ভিডিও তো কাল অভিনব ফোটোশ্যুট।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন