Pub-এ উদ্দাম নৃত্য, পাহাড়ি পরিবেশ, তবুও কি নুসরতের দুঃখ তাড়া করে বেড়াচ্ছে নিখিলকে

First Published Jan 23, 2021, 12:56 PM IST

নুসরত জাহানের সঙ্গে নিখিল জৈনের তিক্ততা বাড়ছে ক্রমশ। একদল নিখিলকে সমর্থন করলে অন্য দল নুসরতকে সমর্থন করে চলেছে। সরাসরি সংবাদমাধ্যমকে কোনও প্রতিক্রিয়া না দিলেও সোশ্যাল মিডিয়ায় সবটা পরিষ্কার। তাঁদের মধ্যে কোনও ভাবে আর স্বামী-স্ত্রীর প্রেমের সম্পর্ক নেই। সবটাই বদলে গিয়েছে তিক্ততা, ঘৃণা ও ক্ষোভে। যার প্রমাণস্বরূপ নেটিজেনরা সেলেব দম্পতির নানা পোস্টকেই চিহ্নিত করছে। 

Today's Poll

অভিভাবক হিসাবে আপনার সন্তানের জন্য অনলাইনে কোন ক্লাসের এডুকেশনাল কনটেন্ট পেতে চান ?