- Home
- Entertainment
- Bengali Cinema
- কালো পোশাকের ভিতর দিয়ে উঁকি মারছে 'ব্রা'-এর কাপ, বালি মাখা শরীরে বিচ ফ্যাশনিস্তা ঐন্দ্রিলা
কালো পোশাকের ভিতর দিয়ে উঁকি মারছে 'ব্রা'-এর কাপ, বালি মাখা শরীরে বিচ ফ্যাশনিস্তা ঐন্দ্রিলা
- FB
- TW
- Linkdin
টলিপাড়ার রোম্যান্টিক জুটি বলতে গেলেই অঙ্কুশ-ঐন্দ্রিলা রয়েছেন প্রথম সারিতে। কোনও রাখঢাক না করেই একে অপরকে প্রেম নিবেদন করে থাকেন এই যুগল।
বিয়ের আগেই প্রি-হানিমুন সারতে সুদূর মলদ্বীপে উড়ে গিয়েছেন অঙ্কুশ -ঐন্দ্রিলা। শরীর থেকে চুঁইয়ে পড়ছে উষ্ণতা। অভিনেত্রীর বোল্ড লুকের যৌন আবেদনেই কাত নেটিজেনরা।
পাশের বাড়ির মেয়ের ইমেজ ঝেড়ে ফেলে তিনি এখন হট অ্যান্ড সেক্সি। মলদ্বীপে প্রেমিক অঙ্কুশের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে গিয়ে হট অবতারে নিজেকে মেলে ধরছেন দুষ্টু।
কখনও বালিয়াড়িতে শুয়ে আবারও নীল জলরাশির মধ্যেই বক্ষযুগল উন্মুক্ত করে, অনাবৃত উরুতেই ঝড় তুলেছেন ঐন্দ্রিলা।
কালো পোশাকের ভিতর দিয়ে উঁকি মারছে বক্ষ-বিভাজিকা, রেড হট বিকিনিতে বিচ ফ্যাশনিস্তা ঐন্দ্রিলাকে দেখে ভিড়মি খেয়েছেন সাইবারবাসী।
উন্মুক্ত উরু বেরিয়ে রয়েছে অন্তর্বাস, বালিয়াড়িতে শুয়ে সারা শরীরে বালি মেখেই সুদূর নীল জলরাশির দিকে তাকিয়ে রয়েছেন ঐন্দ্রিলা।
চোখে সানগ্লাস, নীল রঙের বিকিনি,সঙ্গে সাদা জ্যাকেট এবং নীল -সাদা প্রিন্টের পালাজো পরেই মলদ্বীপে হট পোজ দিয়েছেন নায়িকা।
প্রি-হানিমুনে বিচ ডেস্টিনেশন মলদ্বীপে উড়ে গিয়ে রোম্যান্সে মজেছেন টলিপাড়ার এই লাভবার্ডস। অঙ্কুশ-ঐন্দ্রিলা চরম ঘনিষ্ঠতা দেখে চোখ কপালে সাইবারবাসীর।
কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ঐন্দ্রিলা লিখেছিলেন, নতুন কিছু শুরুর দিকে তাকিয়ে আছি। তবে এরকম চমকটা কেউই আন্দাজ করতে পারেনননি। । ঝড়ের গতিতে ভাইরাল ছবি।