- Home
- Entertainment
- Bengali Cinema
- রচনার হট অবতারে মুগ্ধ প্রসেনজিৎ, আদুরে ভালবাসায় ভরিয়ে দিলেন অভিনেত্রীকে
রচনার হট অবতারে মুগ্ধ প্রসেনজিৎ, আদুরে ভালবাসায় ভরিয়ে দিলেন অভিনেত্রীকে
- FB
- TW
- Linkdin
শীতের দিনে বন্ধু বান্ধবদের সঙ্গে কাটানো কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন রচনা।
একটি ক্যাফে তথা রেস্তোরাঁর টেবিলে বসে চলল দেদার আড্ডা। আড্ডা মানেই সেলফি তো থাকবেই।
সেসবও শেয়ার করেছেন রচনা। এছাড়াও নিজের বেশ কিছু সেলফিও পোস্ট করেছেন রচনা।
ধূসর রঙের মিডি ড্রেস পরেছেন রচনা। ছোট করে কাটা ওয়েভি হেয়ারস্টাইলে হটশট দিদি নং ১-এর সঞ্চালিকা।
এবার কেবল সাইবারবাসীরাই নয়, রচনার হট অবতারে মুগ্ধ হলেন টলিউডের 'ইন্ডাস্ট্রি' প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
রচনার সিঙ্গল পোস্টগুলিতে মন্তব্য করেছেন, 'ওলে বাবা লে।' আদুরে ভালবাসায় রচনাকে ভরিয়ে দিলেন বুম্বা দা।
প্রসেনজিতের মন্তব্য মানেই রচনার পোস্টে লাইকের সংখ্যা আরও বেড়ে যাওয়া। ভাইরালও বেশি হওয়া।
প্রসেনজিতের আদুরপনায় গদগদ হয়েছে সাইবারবাসীরাও। তাঁদের আবার কবে একসঙ্গে একই ছবিতে দেখা যাবে, সে কথাও জিজ্ঞেস করে ফেলেছে ভক্তরা।