- Home
- Entertainment
- Bengali Cinema
- 'দিদি নং ১' নয়, কলকাতা থেকে সুদূরে শান্তি খুঁজে পেলেন রচনা, ক্যানডিডে হটকেক অভিনেত্রী
'দিদি নং ১' নয়, কলকাতা থেকে সুদূরে শান্তি খুঁজে পেলেন রচনা, ক্যানডিডে হটকেক অভিনেত্রী
- FB
- TW
- Linkdin
তাঁকে দিদি নং ওয়ানে সাধারণত শাড়িতে দেখা যায়। তবে এবারে একেবারেই ভিন্ন অবতারে ধরা দিলেন রচনা।
সুন্দরবনে ঘুরতে গিয়ে নিজের গ্ল্যামারের সাতকাহন নিয়ে ভাইরাল হলেন অভিনেত্রী তথা 'দিদি নং ১'র সঞ্চালিকা।
বয়স প্রায় পঞ্চাশ ছুঁই ছুঁই, তবুও গ্ল্যামারে নেই কোনও খামতি। বরং ক্রমশ নিজের হটনেসে মুগ্ধ করছেন সকলকে।
খোলা চুল চোখে রোদচশমা লাগিয়ে হেঁটে আসছেন ক্যামেরার দিকে। সুন্দরবনেই শান্তি খুঁজে পেলেন তিনি।
একের পর এক গ্ল্যামারাস ছবিগুলি পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। যেখানে ইতিমধ্যেই লাইকের বন্যা বয়ে গিয়েছে।
তাঁর এই উইন্টার ফ্যাশন রীতিমত নেটিজেনদের পছন্দের হয়ে উঠেছে। এই ধরণের পোশাকই হালকা শীতের জন্য পারফেক্ট।
বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গেও ছবি পোস্ট করেছেন রচনা। কখনও ডাব খাওয়া, কখনও লঞ্চে বসে হাওয়ায় মেতে ওঠা, আবার ক্যানডিড পোজে নিজেকে মেলে ধরা।
হালকা বেগুনি রঙের সোয়েটশার্ট হোক বা নীল রঙের শ্রাগ স্টাইল পোশাক, রচনার ফ্যাশন টিপস পেতে আগ্রহী নেটদুনিয়ার মহিলারা। রচনা যে আজও নেটদুনিয়ার হটকে তাতে কোনও সন্দেহ নেই।