'নুসরতের সঙ্গে রাজস্থান সফর ব্যক্তিগত', জল্পনায় মুখ খুললেন যশ, মন্তব্যে নারাজ নিখিল
First Published Jan 9, 2021, 9:37 AM IST
'এসওএস কলকাতা' ছবির শুটিং থেকেই জমাটি রসায়ন। তারপর থেকেই টলিউডের পাওয়ার কাপল বললেই যশ-নুসরত।রিলের প্রেম নাকি রিয়েল লাইফে উঁকি মারছে অভিনেত্রীর। টলিপাড়ার অন্দরেও কানাঘুষোতে শোনা যাচ্ছে বিবাহিত সাংসদের প্রেমে পড়েছেন অভিনেতা যশ। রাজস্থান সফর থেকে আজমের শরিফ দরগায় ঘনিষ্ঠ সেলফি সবেতেই নজর কেড়েছে টলিপাড়ার নতুন লাভবার্ডস। সোশ্যাল মিডিয়ার নয়া হ্যাশট্যাগ 'যশরত' নিয়েও উত্তাল সাইবারবাসী। সম্প্রতি মিডিয়া রিপোর্টের নানা জল্পনার মধ্যেই সংবাদমাধ্যমের সামনে নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেতা যশ।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন