'রাণীমা'র শাড়ির আঁচল লুটিয়ে মাটিতে, কার দিকে চেয়ে মুচকি হাসছেন দিতিপ্রিয়া
First Published Feb 2, 2021, 2:09 PM IST
শিশুশিল্পী থেকে 'রাণী রাসমণি' ধারাবাহিকে দাপটের সঙ্গে বছর পর বছর অভিনয় করে যাওয়া। টিআরপি-র তালিকায় নিজের ধারাবাহিকটি শীর্ষে ধরে রাখা, সবই এই টুকু বয়সে অর্জন করেছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। তাঁর জনপ্রিয়তার কথা যত বলা হয় ততই কম। এই টুকু বয়সেই সুপারহিট ধারাবাহিকে আজও মুখ্য চরিত্রেই রয়েছেন তিনি। সত্যি কথা বলতে, তাঁর চরিত্রিটি 'রাণী রাসমণি' থেকে সরিয়ে দিলে টিআরপি-র তালিকায় আর এর নাম দেখা যাবে না।

টেলিজগতের পাশাপাশি টলিউডেও চুটিয়ে কাজ করছেন তিনি। সম্প্রতি তাঁর আগামী ছবি 'অভিযান্ত্রিক'র স্ক্রিনিং হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

তাঁকে অর্জুন চক্রবর্তীর বিপরীতে দেখা যাবে। অপু এবং অপর্ণাই ফের ফুটে উঠবে সিনেপর্দায়।

নিজের কাজের মধ্যে দিয়ে দর্শকদের মনে এই বয়স থেকেই রীতিমত রাজ করছেন দিতিপ্রিয়া। এবার রাজ করলেন ফোটোশ্যুটে।

সম্প্রতি তিনি প্রথমবার পোস্ট করলেন তাঁর ইনস্টাগ্রাম রিল ভিডিও। যেখানে তাঁকে হলুদ রঙের জারদৌসি বেনারসিতে দেখা গেল।

এই দিতিপ্রিয়াকে চেনাই মুশকিল। পুরনো দিনের আর্মচেয়ারে বসে শাড়ির আঁচল ছড়িয়ে। গায়ে রয়েছে ভারি গয়না।

নতুন কনের সাজে দেখা গেল দিতিপ্রিয়াকে। খোপায় লাগিয়েছেন ফুলের মালাও। পোজ দিয়ে চলেছেন ক্রমাগত।

শান্ত শীতল ছোঁয়া তাঁর সাজে। রিল ভিডিওতে চলছে পাকিস্তানি সঙ্গীতশিল্পী রাহাত ফাতেহ আলি খানের 'আফ্রিন আফ্রিন' গান। কমলা রঙের শাড়ি, ভারি গয়না, বড় খোপা।

সব মিলিয়ে দিতিপ্রিয়াকে এমন অবতারে দেখতে সর্বদা আগ্রহী ভক্তরা। সাধারণত তাঁকে টম বয়ইশ লুকেই বেশি দেখা যায়। তবে এই রূপে তাঁকে দেখে মাথায় হাত উঠেছে সাইবারবাসীর।
Today's Poll
অভিভাবক হিসাবে আপনার সন্তানের জন্য অনলাইনে কোন ক্লাসের এডুকেশনাল কনটেন্ট পেতে চান ?