- Home
- Entertainment
- Bengali Cinema
- ১০ বছরের সম্পর্কের পরিণতী, এবার চার হাত এক হতে চলেছে অঙ্কুশ-ঐন্দ্রিলার, বিয়ের সানাই টলিপাড়ায়
১০ বছরের সম্পর্কের পরিণতী, এবার চার হাত এক হতে চলেছে অঙ্কুশ-ঐন্দ্রিলার, বিয়ের সানাই টলিপাড়ায়
অঙ্কুশ ও ঐন্দ্রিলা জুটি এক কথায় বলতে গেলে টলিউডের অন্যতম আকর্ষণ। দুজনেরই ছোটপর্দা থেকে কাজ করা শুরু। কিছুদিনের মধ্যেই বড় পর্দায় নিজের দাপটে জায়গা করে নেন অঙ্কুশ। সদ্য বিগ স্ক্রিনে হাতে খড়ি হয়েছে ঐন্দ্রিলার।
110

এই জুটির এবার নিজেদের জীবন গুছিয়ে নেওয়ার পালা। কবে বিয়ের পিঁড়িতে বসতে চলেছে এই জুটি, জল্পনার অবসান খানিক।
210
এই নিয়ে ভক্তদের মনে হাজার একটা প্রশ্ন। তারা ইতিমধ্যেই নিয়েছে নতুন ফ্ল্যাট নতুন গাড়ি। মুক্তি পেয়েছে এই জুটির প্রথম ছবি।
310
দেখতে দেখতে 10 বছর সম্পর্ক পার। সব মিলিয়ে একাধিক সেলিব্রেশনে মত এখন ঐন্দ্রিলা অঙ্কুশ।
410
>নিজেদের জুটির প্রথম ছবি, নতুন বাড়ি গাড়ি, 10 বছর পূর্তি, দোল সেলিব্রেশন, আর ঐন্দ্রিলার জন্মদিন থেকে হলি ডে ট্রিপ, তালিকা থেকে বাদ থাকে না কিছুই। ।
510
একাধিক সেলিব্রেশন কে কেন্দ্র করে এবার মেতে উঠে টলিপাড়ার এই হিট জুটি। পাড়ি দিয়েছিলেন মলদ্বীপে।
610
কিছুদিন ধরে সেখান থেকেই হট পোজে নজর কাড়ছে ঐন্দ্রিলা। একের পর এক ছবি শেয়ার করছেন তিনি
710
ভালোই কাটে এই জুটির হলিডে। এরই মাঝে সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন অঙ্কুশ। তবে এবার দিলেন চমকে।
810
ঐন্দ্রিলা পরিবারের একজন হচ্ছে, সাফ নেট দুনিয়ায় জানিয়ে দিলেন অঙ্কুশ। মুহূর্তে নেট পাড়ায় ঝড় শুভেচ্ছার।
910
সমুদ্রসৈকতে প্রেমিকাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে রয়েছেন তিনি। ভালোবাসা জানিয়ে শুভেচ্ছা জানানোর একটি পোস্ট হয়েছিল ভাইরাল। তবে এবার জল্পনার অবসান।
1010
পরিণতী পেতে চলেছে ১০ বছরের ভালোবাসা। টিভির পর্দা থেকে বিগ স্ক্রিন, লম্বা সফরের পর এবার ঘর বাঁধার পালা।
Latest Videos