- Home
- Entertainment
- Bengali Cinema
- কনে সেজে কীসের প্রস্তুতিতে 'চারু', তবে কি কোনও খুশির খবর দিতে চলেছেন 'সাঁঝের বাতি'র নায়িকা
কনে সেজে কীসের প্রস্তুতিতে 'চারু', তবে কি কোনও খুশির খবর দিতে চলেছেন 'সাঁঝের বাতি'র নায়িকা
- FB
- TW
- Linkdin
তেমনই তাঁর ইউটিউব চ্যানেলেও নিয়মিত তাঁর ভ্লগ ফল করে ভক্তরা। সেখানে নয় খাওয়া দাওয়া, অথবা ঘোরার ভিডিও পোস্ট করে দেবচন্দ্রিমা।
বিনোদনের জোগান দিতে দেবচন্দ্রিমা যে কেবল 'সাঁঝের বাতি'তে অভিনয় করেন তাই-ই নয়।
তিনি রীতিমত নিজের ইউটিউব চ্যানেল, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নানা পোস্টের মাধ্যমে ভক্তদের মনোরঞ্জন দেন।
সম্প্রতি লেহেঙ্গা পরে সকলকে তাক লাগালেন দর্শকের প্রিয় 'চারু'। কালো রঙের চোলির উপর ফ্লোরাল এমব্রয়ডারি। নীল রঙের নেটের ওরনা নিয়েছেন সঙ্গে।
একেবারে অবাঙালি নতুন বউদের মত সেজেছেন দেবচন্দ্রিমা। মাথায় সাদা, হলুদ ফুল দিয়ে খোঁপা সাজিয়েছেন অভিনেত্রী। গয়নাও পরেছেন পাথরের। যা লেহেঙ্গার সঙ্গে মানানসই।
দিন কতক আগে তাঁকে বাঙালি কনের অবতারেও দেখা গিয়েছিল। লাল বেনারসী, সোনার গয়না, কপালে অল্প চন্দন।
এক ঝলকেই মন জিতে নিয়েছিলেন দেবচন্দ্রিমা। কেবল ধারাবাহিকে নিজের অভিনয়ের জোরেই নয়, নিজের রূপের