- Home
- Entertainment
- Bengali Cinema
- 'প্রেম এবং বিয়ে গোপনে করো', ব্যক্তিগত জীবন নিয়ে নতুন বছরে নতুন Resolution শ্রাবন্তীর
'প্রেম এবং বিয়ে গোপনে করো', ব্যক্তিগত জীবন নিয়ে নতুন বছরে নতুন Resolution শ্রাবন্তীর
- FB
- TW
- Linkdin
মন ভাল রাখতে গেলে, জীবনে এগিয়ে যেতে হলে এইটুকু যে করতেই হবে। নিজের মন অন্যদিকে ঘরানোর জন্যই নিজেকে সাংঘাতিক ব্যস্ত রেখেছেন শ্রাবন্তী।
সূত্রের খবর, পুজোর আগে থেকেই তাঁদের সম্পর্কের মধ্যে তিক্ততা বাড়তে শুরু করে। সেই সময় থেকেই আলাদা থাকতে শুরু করেন তাঁরা। এতকিছুর পরও ভেঙে পড়ার মানুষ নন শ্রাবন্তী।
তবে এবার বোধহয় সব দুঃখ ভুলতে বসেছেন। আর পুরনো-নতুন ব্যাথা নিয়ে মাথা ঘামাতে চান না তিনি। বরং মনে সুখে নতুন আশার আলো নিয়ে নতুন বছরে প্রবেশ করতে চলেছেন।
পাশাপাশি নতুন বছরে নতুন রেসোলিউশন নিয়েও এগোচ্ছেন তিনি। সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবনে নিয়ে গভীর পরামর্শ দিয়ে বসলেন শ্রাবন্তী।
জীবনে যাই করো, কাউকে জানিয়ে, বা পৃথিবীর সকলকে জানিয়ে করো না। চুপি চুপি সবকিছু সারাই মঙ্গলের বিষয়। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন সেই পরামর্শ।
সেই পোস্টে লেখা, "কাউকে ডেট করলে গোপনে করো। প্রেম করলেও গোপনে করো। খুশি থাকতে চাইলে গোপনে করো। নিজের জীবনটাকে এভাবেই বাঁচতে শেখো।"
সেই পোস্টে আরও লেখা, "সকলে অতিরিক্ত তোমার জীবন নিয়ে সমালোচনা করার জন্য বসে আছে।" কাকে ইশারা করে করলেন এই পোস্টে।
স্যোয়্যাগ নিয়ে অতীতকে ফেলে এগিয়ে যাবেন অভিনেত্রী। এমনটাই অনুমান করছেন ভক্তমহল। অন্তত এমনটাই মনে হয় তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে চোখ রাখলে।