'প্রেম এবং বিয়ে গোপনে করো', ব্যক্তিগত জীবন নিয়ে নতুন বছরে নতুন Resolution শ্রাবন্তীর
First Published Jan 8, 2021, 10:58 PM IST
প্রথম ও দ্বিতীয় অসফল বিয়ের পর তৃতীয় বিয়ে নিয়েও নাজেহাল শ্রাবন্তী চট্টোপাধ্যায়। একের পর এক বিয়ে ভাঙনের পথে। প্রথমে রাজীব বিশ্বাস তারপর কৃষ বীজ এখন রোশন সিং। শ্রাবন্তীর সঙ্গে স্বামী রোশন সিংয়ের সম্পর্ক এখন টালমাটাল। তাঁর ব্যক্তিগত জীবনে সুখ যেন ক্ষণস্থায়ী। কোনওভাবে সেখানে নেই কোনও শান্তির অবকাশ। বারে বারে সম্পর্কের টানাপোড়েন যেন আর সহ্য করা যাচ্ছে না। তবুও সব ভুলে নিজের পেশাগত জীবন নিয়ে মগ্ন রয়েছেন তিনি।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন