তৈমুর নয়, ইউভানই হল Fashionista, রাজ-শুভশ্রীর ছেলে এখন ফ্যাশন আইকন
- FB
- TW
- Linkdin
ছোট্ট ইউভান সেজে উঠেছে ধূসর রঙের হুডিতে। মিনি হুডিতে ইউভানকে দেখলে মন মেজাজ ভাল হবে যে কোনও মানুষের।
চার মাস পূর্ণ হতেই শীতের পোশাকে সেজে উঠেছে সে। সাদা রঙের প্যান্ট শার্ট। সেই ধূসর রঙের হুড দেওয়া জ্যাকেট।
এই বয়সেই ফ্যাশানের সাতকাহন নিয়ে সংবাদ শিরোনাম হয়ে উঠছে ইউভান। সব ক্রেডিটই অবশ্য রাজ এবং শুভশ্রীর।
চার মাস পূর্ণ হওয়ার সেলিব্রেশনই চলছে ফোটোশ্যুটের মাধ্যমে। ছেলেকে কোলে নিয়ে ক্যামেরার সামনে রাজ, রীতিমত সাবলিল ইউভান।
সাধারণত এইটুকু বাচ্চাদের শান্তভাবে ক্যামেরার সামনে বসাতে যথেষ্ট ধৈর্য্যের প্রয়োজন হয়। তবে শান্ত স্বভাবে ইউভানকে নিয়ে সেই চিন্তা একেবারেই নেই।
এমনকি একটি ছোট বুমেব়্যাং ভিডিওতে ক্যামেরার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে রয়েছে সে। গোল গোল চোখ নিয়ে ক্যামেরার দিকে অর্থাৎ শুভশ্রীর দিকেই তাকিয়ে খুদে রাজ।
কখনও বাবার কোলে বসে পোজ আবার কখনও খাটে শুয়ে খেলায় মত্ত ইউভান। শান্ত ছেলেকে নিয়ে কোনও ঝক্কি নেই 'রাজশ্রী'র।
ছবিগুলি পোস্ট করেছেন শুভশ্রী। ক্যাপশনে লিখেছে, "হ্যাপি ফোর মান্থস বেবি।" মিথিলা, ঋতাভরী, দর্শনা, সকলেই ছেলের কিউটনেসে ঘায়েল।