- Home
- Entertainment
- Bengali Cinema
- পরপুরুষের ছোঁয়ায় এ কী হাল শুভশ্রীর, রাজ জানতে পারলেই চরম সর্বনাশ 'Naughty'মাম্মার
পরপুরুষের ছোঁয়ায় এ কী হাল শুভশ্রীর, রাজ জানতে পারলেই চরম সর্বনাশ 'Naughty'মাম্মার
- FB
- TW
- Linkdin
করোনায় আক্রান্ত শুভশ্রী গঙ্গোপাধ্যায়। চিকিৎসকের পরামর্শ মতোই হোম আইসোলেশনে রয়েছেন শুভশ্রী।
একদিকে কাছে নেই স্বামী রাজ, অন্যদিকে ৬ মাসের ছোট্ট ইউভানও রয়েছে অনেকটাই দূরে। ছেলেকে ছেড়ে এতদিন দূরে থাকতে হবে এটা ভেবেই মন খারাপ নায়িকার।
এহেন পরিস্থিতিতে ছোট্ট ইউভানের ছবি দিয়ে নিজের যন্ত্রটা শেয়ার করেছেন নায়িকা।
হোম আইসোলেশনে বন্ধুদের সঙ্গে ইনস্টাগ্রামে আড্ডা-খুনসুটিতে কিছুটা সময় কাটালেন শুভশ্রী।
সেখানেই প্রশ্নোওর পর্বেই নিজের ব্যক্তিগত সিক্রেট ফাঁস করে সকলকে চমকে দিলেন রাজ ঘরনি।
বন্ধুদের সঙ্গে আড্ডা মারার সময়েই সেখানে উপস্থিত হন অঙ্কুশ। এবং সেখানে এসেই সটান প্রশ্ন করেন 'গ্ল্যামার কী করে বাড়ল তোর'।
শুভশ্রীও ছাড়বার পাত্র নন, সপাট জবাবে নায়িকা বলেন, 'তোর ছোঁয়া পেয়ে অঙ্কুশ'। ব্যস এক উত্তরেই মুখ বন্ধ করে দিয়েছেন অঙ্কুশের।
অঙ্কুশও শুভশ্রীর জবাবে পুরোপুরি 'স্পিকটি নট'। তবে কিছু একটা তো বলতেই হবে। পাল্টা 'যা নটি'-তেই হাল ছেড়ে দিয়েছেন অভিনেতা।
দীর্ঘ সাত বছর পর ফের রূপোলি পর্দায় ফিরতে চলেছেন অঙ্কুশ-শুভশ্রী জুটি।
বাবা যাদবের পরিচালনায় থ্রিলার ছবিতে দেখা যাবে এই জুটিকে। এখনও ছবির নাম জানা যায়নি।