- Home
- Entertainment
- Bengali Cinema
- শোভনকে ভুলে এই 'হ্যান্ডসাম হাঙ্ক'-এর প্রেমেই পাগল স্বস্তিকা, চিনে নিন অভিনেত্রীর 'Crush'-কে
শোভনকে ভুলে এই 'হ্যান্ডসাম হাঙ্ক'-এর প্রেমেই পাগল স্বস্তিকা, চিনে নিন অভিনেত্রীর 'Crush'-কে
- FB
- TW
- Linkdin
ফের লাইমলাইটে উঠে এসেছেন 'কী করে বলব তোমায়' ধারাবাহিকের নায়িকা স্বস্তিকা দত্ত। একের পর এক কাপল গোল দিয়েই যাচ্ছেন নায়িকা।
রিল লাইফে কর্ণের প্রতি ভালবাসায় মোহিত থাকলেও রিল লাইফে রাধিকার জীবনে রয়েছে অন্য এক পুরুষ। তা এতদিনে সকলেরই জানা।
লুকোছাপা-রাখঢাক এসব এখন অতীত। সঙ্গীত শিল্পী শোভন গঙ্গোপাধ্য়ায়ের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন নায়িকা। ইনস্টা-স্টোরিতেই প্রকাশ পাচ্ছে নায়িকার ব্যক্তিগত একান্ত মুহূর্তগুলি।
খুল্লামখুল্লা প্রেম থেকে ফোটোশ্যুট সবকিছুই ঠিকঠাক চলছিল। হঠাৎ এক পোস্ট করে শোরগোল ফেলে দিয়েছেন স্বস্তিকা।
স্বস্তিকা জানিয়েছেন, শোভন নয়, তার মন জুড়ে রয়েছে অন্য কেউ,যা নিজেই ফাঁস করলেন নায়িকা, কে সেই বিশেষ ব্যক্তি, কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন স্বস্তিকা, বাড়ছে জল্পনা।
অন্তর্জালে কারোরই প্রেমের কিসসা গোপন থাকে না। তেমনটাই হয়েছে স্বস্তিকার ক্ষেত্রে। তবে নিজের মনের মানুষ ছাড়াও স্বস্তিকার ক্রাশ রয়েছে অন্য কেউ।
গতকাল নিজের ক্রাশের কথা ফাঁস করেছেন রাধিকা। অভিনেত্রীর সেই মনের মানুষ হলেন দক্ষিণী অভিনেতা বিজয় দেবারাকোন্ডা। বিশেষ মানুষের জন্মদিনেই শুভেচ্ছা জানিয়ে নিজের মনের কথা ফাঁস করেছেন স্বস্তিকা দত্ত।
এই হ্যান্ডসাম হাঙ্কই যে স্বস্তিকার হৃদয় জুড়ে রয়েছে তা আর বুঝতে বাকি নেই। তবে শোভনের কী হবে ? এই প্রশ্ন তুলে ধরছেন নেটিজেনরা।