- Home
- Entertainment
- Bengali Cinema
- 'তুমি সর্বদা ওঁনাকে পাশে পাবে', রাজ চক্রবর্তীর পিতৃ বিয়োগে শোকপ্রকাশ টলিউডের
'তুমি সর্বদা ওঁনাকে পাশে পাবে', রাজ চক্রবর্তীর পিতৃ বিয়োগে শোকপ্রকাশ টলিউডের
গত এক সপ্তাহে পরিচালক রাজ চক্রবর্তীর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ১৭ অগাস্ট নিজের কোভিডে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। সেই খবর প্রকাশ্যে আসতে না আসতেই খনিকের স্বস্তি পাওয়া যায় পরবর্তীকালে। রাজের পরিবারে স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় সহ বাকি সদস্যরা করোনা নেগেটিভ হওয়ার খবর টুইট করে জানান অভিনেতা। তারপরই শোকের ছায়া যেন আরও দৃঢ় হয়ে উঠল। প্রয়াত হলেন রাজের বাবা শ্রী কৃষ্ণশঙ্কর চক্রবর্তী। রাজের পিতৃবিয়োগে পাশে দাঁড়াল গোটা টলিউড।
| Published : Aug 28 2020, 07:45 PM IST / Updated: Aug 28 2020, 09:41 PM IST
- FB
- TW
- Linkdin
মিমি চক্রবর্তী রাজ চক্রবর্তীকে ট্যাগ করে টুইটারে লিখেছেন, "তোমার এবং তোমারের পরিবারের প্রতি সমবেদনা রইল।"
নুসরত জাহানও টুইট করে শুভশ্রী এবং রাজের প্রতি নিজের সমবেদনা জানিয়েছেন।
অঙ্কুশ হাজরা লেখেন, "আমরা সবাই তোমার সঙ্গে আছি পাপা, কাকু আমাদের পাশে রয়েছেন সর্বদা। উনি যেখানেই আছেন ভাল আছেন। শুধু এটুকু মাথায় রেখো তোমার হাসিটাই ওনাকে আনন্দে রাখবে।"
অভিনেতা যশ দাশগুপ্ত টুইট করেন, "তোমার এই ক্ষতি মেনে নিতে পারছি। আশা করি ঈশ্বর তোমায় শক্তি দেবে। আমার প্রার্থনা রইল।"
পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, "রাজ চক্রবর্তীর পিতৃ বিয়োগের সংবাদে খুবই খারাপ লাগছে। তাঁর এই অকাল মৃত্যুতে পরিবারের ওপর কী ঝড় বয়ে যাবে ভাবতেও পারছি না। তাদের প্রত্যেকের প্রতি আমার পরিবারের সমবেদনা। একটাই শান্তি, মানুষটির তাঁর পুত্রের রূপকথার রাজপুত্রের জীবন দেখে গর্বিত হয়ে গেলেন।"
"মনে রেখো বাবারা কখনও আমাদের ছেড়ে যায় না। ওনারা আমাদের সবসময়ে দেখছেন। আমরা পাশে আছি।" লিখেছেন রুক্মিনী মৈত্র।
পরমব্রত চট্টোপাধ্যায় রাজের বাবার স্মৃতি সোশ্যাল মিডিয়ার ফিডে তুলে সমবেদনা জানালেন। পাশাপাশি দুঃখপ্রকাশও করেন অভিনেতা।
অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ও শোকপ্রকাশ করেছেন টুইটারে। রাজ এবং তাঁর পরিবারের পাশে আছে গোটা ইন্ডাস্ট্রি। সে কথাও জানালেন টুইটারে।