Valentine's Day-তে কার Princess হয়ে উঠলেন মিমি, অফ শোল্ডার গাউনে অপেক্ষায় বসে সাংসদ-অভিনেত্রী
First Published Feb 10, 2021, 12:40 PM IST
ফ্যাশনের সঙ্গে মিমি চক্রবর্তী যেন ওতোপ্রতভাবে জড়িত। ওয়েস্টার্ন ফ্যাশন হোক বা ইন্ডিয়ান, সবেতেই সাবলিল মিমি। নিজের স্টাইলিং ও ফ্যাশন স্টেটমেন্টের ছোঁয়া রাখেন প্রতিটি সাজেই। 'গানের ওপারে' ধারাবাহিকের পুঁপের সঙ্গে এখনকার মিমির কোনও মিলই নেই। তখন সাধারণ কলেজছাত্রীদের মত দেখাত, এখন তিনি রীতিমত ডিভা। এত বছর ইন্ডাস্ট্রিতে থেকে নিজেকে কেবল অভিনেত্রী হিসেবেই নয়, ফ্যাশনিস্তা হিসেবেও গ্রুম করেছেন।

প্রমাণ হিসেবে রইল তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কীভাবে ব্যবহৃত হবে তা নখদর্পণে মিমির।

টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক সবই ভিন্ন ভাবে হ্যান্ডেল করেন তিনি। প্রতিটি প্ল্যাটফর্মের পোস্টিংও আলাদা হয়।

যেমন ফ্যাশন নিয়ে নানা খেলার পোস্ট তিনি সাধারণত ইনস্টাগ্রামেই করে থাকেন।

সম্প্রতি নিজের ইনার ফ্যাশানিস্তাকে তুলে ধরলেন ইনস্টাগ্রামের পাতায়। গোলাপি রঙের অফ শোল্ডার গাউন।

গোলাপি ব্যাকড্রপের সামনেই বসে মিমি। মাথায় রয়েছে ছোট্ট মুকুট। হাতে রয়েছে কেক।

এই পোস্টটি অবশ্যই সেল্ফ পজিটিভিটি নিয়ে। এমনটাই ধারণা করছে সাইবারবাসীরা।

নিজেই নিজের রাজকন্যা হয়ে ওঠো। কোনও সময় যেন অপর একজনের সাহায্যের প্রয়োজন না হয়। এমনই কোনও বার্তা লুকিয়ে এই পোস্টে।

এক গাল হাসি নিয়ে মিমির পোস্ট করা এই ভিডিও যেন মন ছুঁয়ে গিয়েছে সকলের। মিমির এই ধরণের পোস্টের জন্যই নিত্যদিন অপেক্ষায় থাকে ভক্তরা।
Today's Poll
অভিভাবক হিসাবে আপনার সন্তানের জন্য অনলাইনে কোন ক্লাসের এডুকেশনাল কনটেন্ট পেতে চান ?