- Home
- Entertainment
- Bengali Cinema
- কেবল মুখ্যমন্ত্রীই নন, সায়নী-দেবলীনার পাশে একজোট হল রাজ, নুসরত, গৌতম ঘোষ
কেবল মুখ্যমন্ত্রীই নন, সায়নী-দেবলীনার পাশে একজোট হল রাজ, নুসরত, গৌতম ঘোষ
- FB
- TW
- Linkdin
কলকাতার রাস্তায় হাজির হয়েছে রাজ চক্রবর্তী, গৌতম ঘোষ, নুসরত জাহান, কৌশিক সেন, শঙ্কর চক্রবর্তী, ঋদ্ধি সেন, কাঞ্চন মল্লিক সহ অনেকে।
ছিলেন দু'ই অভিনেত্রীই সায়নী এবং দেবলীনাও। তাঁদের সম্প্রতি ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
কেবল তাই নয়, দেবলীনার বিরুদ্ধে বাগুইহাটি থানায় অভিযোগ দায়ের করতে যান বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি।
সায়নীকে ধর্ষণের হুমকি দেওয়ার পর তাঁর পাশে এসে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জল অন্যদিকে গড়াতেই এবার টলিউডের একাধিক তারকারা সোচ্চার হলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে।
এ কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার। এই ছিল প্রতিবাদের নাম। যেখানে একজোট হন তারকারা।
এই প্রতিবাদে আরও যে সকল চলচ্চিত্র জগতের ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন তাঁরা হলেন সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, জয় গোস্বামী।
পরিচালক হরনাথ চক্রবর্তী, সোহিনী সেনগুপ্ত, গয়াক সৌমিত্র রায়, সুদেষ্ণা রায়, অভিক মজুমদার, পরমা বন্দ্যোপাধ্যায়, দেবলীনার স্বামী অভিনেতা তথাগত মুখোপাধ্যায়।
সোশ্যাল মিডিয়ায় কেবল হুমকিই নয়, সায়নীর পেশাগত জগৎ নিয়ে কুরুচিকর মিমও তৈরি করে শুরু হয়েছে সাইবার বুলিং।