ইউভানের প্রথম Holiday, করোনা আবহকে আর তোয়াক্কা নয়, ছেলেকে নিয়ে রোম্যান্টিক ছুটিতে 'রাজশ্রী'
First Published Jan 20, 2021, 3:59 PM IST
গত বছর ইউভানের জন্মের পর থেকেই শুভশ্রী (Subhashree Ganguly) ও রাজ (Raj Chakraborty) ভক্তদের উন্মাদনা তুঙ্গে। নেটদুনিয়ার কাছে সবচেয়ে বেশি পছন্দের এবং এন্টারটেনিং জুটি হল মা-ছেলের জুটি। অর্থাৎ শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং ইউভান (Yuvaan)চক্রবর্তী। দু'জনের ক্যানডিড থেকে সেমি ক্যানডিড মুহূর্তই এখন নেটিজেনদের কাছে হটকেক। ইউভানের সমস্ত ছবি এবং আপডেট পেতে উন্মাদনা তুঙ্গে সকলের।

সদ্য চার মাসে পা দিল ইউভান। প্রায়সই ছেলেকে কোলে নিয়ে ক্যামেরার পোজ দিতে দেখা যায় শুভশ্রীকে।

সম্প্রতি এক বিশেষ কারণে ক্যামেরার সামনে মা-ছেলের আদুরে ভালবাসা পড়ল ধরা। যা দেখে নেটিজেরা মন্তব্য না করে থাকতে পারছে না।

ইউভানকে নিয়ে প্রথমবার ঘুরতে বেরলেন রাজ ও শুভশ্রী। ছুটি কাটাতে গিয়েছেন কলকাতা থেকে একটু দূরে উলুবেরিয়ায়।

সেখানকার এক আভিজাত রিসর্টই এখন তিনজনের ঠিকানা। রিসর্টের সামনে ইউভানকে কোলে নিয়ে খেলছেন শুভশ্রী।

খেলার পর ঘরের সাজসোজ্জাও প্রকাশ্যে এনেছেন তিনি। মাস্টার বেডরুমে খাটে ফুলের পাঁপড়ি দিয়ে লেখা হয়েছে স্বাগত।

রিসর্ট এরিয়ার বাইরেই ব্যবস্থা করা হয়েছিল দুপুরের খাবারের। বাইরের খোলা বাতাসে বসেই লাঞ্চ সেরেছেন রাজ ও শুভশ্রী।

এছাড়া রাতে দু'গ্লাস ওয়াইন হাতেই কেটেছিল রাজ শুভশ্রীর রোম্যান্টিক সন্ধ্যা। যেখানে অবশ্য বিরাজমান খুদে ইউভানও।

রাজের সঙ্গে মিরর সেলফিও নিয়েছেন শুভশ্রী। যার বুমেব়্যাং ভিডিওটি ইনস্টা স্টোরিতে দিয়েছেন তিনি।
Today's Poll
অভিভাবক হিসাবে আপনার সন্তানের জন্য অনলাইনে কোন ক্লাসের এডুকেশনাল কনটেন্ট পেতে চান ?