- Home
- Entertainment
- Bengali Cinema
- এবার মায়ের সাথেই হবে 'মা'য়ের দেখা, শ্রদ্ধা নিবেদনের বিশেষ পরিবেশনে জি-ফাইভ
এবার মায়ের সাথেই হবে 'মা'য়ের দেখা, শ্রদ্ধা নিবেদনের বিশেষ পরিবেশনে জি-ফাইভ
জি-এর ডিজিটাল প্ল্যাটফর্ম জি-ফাইভে আসছে সকল মায়েদের প্রতি শ্রদ্ধা নিবেদনের বিশেষ পরিবেশন। এই ডিজিটাল ক্যাম্পেনের উদ্দেশ্য মা দুর্গার পাশপাশি শ্রদ্ধা জানান হবে সকল মায়েদের। সারাজীবন নিঃস্বার্থভাবে কেবল সন্তানের জন্য অক্লান্ত পরিশ্রম করে যান তারা। তাদের অবদান নিয়ে যেকোনও শব্দই ছোট মনে হয়। তবে সেই অনুভূতিগুলি খানিক ওয়েবের পর্দায় তুলে ধরতে চেষ্টা করল জি ফাইভ।
- FB
- TW
- Linkdin
আসছে 'মায়ের সাথে মায়ের দেখা'। এই ডিজিটাল ক্যাম্পেনের মূল ভূমিকায় রয়েছে এক ঝাঁক তারকা। মায়েদের জন্য এই পুজোটা স্মরণীয় করতে কী উদ্যোগ নিলেন তাঁরা।
দর্শকদের নিত্যদিন বিনোদনের জোগান দিলেও মায়ের জন্য তেমন ভাবে কিছুই করা হয়ে ওঠে না। এই হল সুবর্ণ সুযোগ।
টেলি থেকে টলি ভরে গিয়েছে এই তালিকায়। রয়েছেন অভিনেতা ঋদ্ধি সেন এবং তাঁর মা, অভিনেত্রী রেশমি সেনও। থাকছেন দিতিপ্রিয়া রায়ও।
মায়ের সঙ্গেই এই ক্যাম্পেনে দেখা যাবে তাঁর দুর্গা মা-কে শ্রদ্ধা নিবেদন করতে। 'রানি রাসমণি'প পাশাপাশি দেখা যাবে, 'কৃষ্ণকলি' ধারাবাহিকের অভিনেতা নীল ভট্টাচার্যকে।
তাঁর মায়ের সঙ্গে প্রথমবার ভিন্ন অনুভূতি নিয়ে আসছেন 'মায়ের সাথে মায়ের দেখা'-এ।
থাকছেন অভিনেত্রী সৌরসেনী মৈত্রও। মায়ের সঙ্গে ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়া এ বিষয় জানান দিয়েছেন তিনি।
এবং দেখা যাবে 'যমুনা ঢাকী'র অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকেও। মায়েদের সঙ্গে এমনভাবে আগে কাজ করতে দেখা যায়নি কাউকেই।
আজ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত সেরা পুজো প্যান্ডেলে মায়েদের সঙ্গে লাইভ স্ট্রিমিংয়ে দেখা যাবে এই অভিনেতা, অভিনেত্রীদের। দেশের কোন ডিজিটাল প্ল্যাটফর্মে পুজোর লাইভ এই প্রথমবার দেখানো হচ্ছে।