কোভিড পজিটিভ করণ জোহার, চাঞ্চল্য ছড়াল ভুয়ো টুইটে
- FB
- TW
- Linkdin
ঋদ্ধিমা কাপুর সাহনির একটি ইনস্টাগ্রাম পোস্টেই বিষয়টি প্রকাশ্যে আসে। যেখানে এক ব্যক্তি টুইট করেন, নীতু কাপুর, রণবীর কাপুর এবং করণ জোহার কোভিড পজিটিভ।
টুইটে এও লেখা, নীতু কাপুরের জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করেছিলেন ঋদ্ধিমা। সেখানে দেখা গিয়েছিল করণ জোহার, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দাকেও।
সেই অনুষ্ঠানের পরই নাকি নীতু কাপুর, রণবীর এবং করণ কোভিড পজিটিভ। এই টুইট ছড়াতেই নেটদুনিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন ঋদ্ধিমা।
তিনি লেখেন, "সকলের নজরে আসার সহজ উপায়। কোনও খবর লেখার আগে, ট্যুইট করার পূর্বে একবার নিশ্চিত হয়ে নেওয়া উচিত। আমরা সকলেই ভাল আছি। গুজব ছড়ানো বন্ধ করুন।"
তবে সেই ভুয়ো টুইটেই করণ জোহারের নাম কোনওভাবেই এড়ানো যায়নি। তিনি যে জনপ্রিয়তায় গত কয়েক বছরে অর্জন করেছিলেন তা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর নিমেষে মাটিতে মিশে গিয়েছে।
তাঁর সেলেব্রিটি চ্যাট শো কফি উথ করণ-এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল গোটা দেশ। অভিযোগ ছিল, এই অনুষ্ঠানটি তারকাদের একে অপরের মধ্যে বিদ্বেষ তৈরি করে।
একে অপরের বিরুদ্ধে কুমন্তব্য করতে বাধ্য করে। করণ নিজের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে গসিপে টিকে থাকতে চান। এমনই নানা অভিযোগে অবশেষে অনুষ্ঠানটি বন্ধ করতে দেয় চ্যানেল।
করণের বিরুদ্ধে সকলের ঘৃণা না মিটলে তারা এই অনুষ্ঠানের শ্যুটিং শুরু করবেন না। এছাড়াও করণের ছবি বয়কট করা, তাঁর প্রাণনাশের হুমকি দেওয়া, এমনকি তাঁর চরিত্র নিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা, কিছুই বাদ রাখেননি নেটিজেন।
সুশান্তের মৃত্যুর জন্য পরোক্ষভাবে দায়ী করা হয়েছে তাঁকে। সম্প্রতি করণের এক বন্ধু সংবাদমাধ্যমকে জানিয়েছেন, করণ নাকি মানসিক অবসাদে ভুগছেন। সারাদিন কেঁদেই চলেছেন।
তাঁর দুই যমজ সন্তানের বিরুদ্ধেও এসেছে নানা ট্রোল। তা একেবারেই সহ্য করতে না পেরে ভেঙে পড়েছেন করণ। এরপরই নীতু কাপুরের জন্মদিনে তাঁকে দেখে ফের ট্রোলাররা ঝাঁপিয়ে পড়ে তাঁর উপর।
"আপনি নাকি মানসিক অবসাদে ভুগছেন। সারাদিন কাঁদছেন। এই আপনার ভেঙে পড়ার নমুনা।" স্বাভাবিকভাবেই ছাড়া পাননি তিনি। ফের তাঁকে নিয়ে চলেছে এক প্রস্থ হেট কেমন্টস। এখন তাঁর করোনা আক্রান্ত হওয়ার ভুয়ো খবরেও ছড়িয়েছে চাঞ্চল্য।