- Home
- Entertainment
- Bollywood
- বন্ধ থাকবে 'Mobile', কারোর সঙ্গেই যোগাযোগ রাখতে চান না আমির খান, জানুন কেন
বন্ধ থাকবে 'Mobile', কারোর সঙ্গেই যোগাযোগ রাখতে চান না আমির খান, জানুন কেন
- FB
- TW
- Linkdin
দীর্ঘ ১০ বছর বাদে আবারও একসঙ্গে পর্দা কাঁপাতে আসছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট এবং গ্ল্যাম কুইন বেবো। 'থ্রি ইডিয়টস'-এর পর ফের একসঙ্গে দেখা যাবে আমির খান এবং করিনা কাপুর খানকে।
সেরা অস্কার জয়ী 'ফরেস্ট গাম্প'-এর রিমেক তৈরি করছেন আমির খান। আর তারই নাম দিয়েছেন 'লাল সিং চাড্ডা'। ছবিটির প্রযোজনা করছেন আমির নিজেই। একদিকে প্রযোজনা তার পাশাপাশি অভিনয় দুটোকেই বেশ দক্ষতার সঙ্গে চালিয়ে যাচ্ছেন তিনি।
শেষবারের মতোন ২০১৮ সালে ঠগস অব হিন্দুস্তান-এ দেখা গিয়েছিল আমির খানকে। সেই ছবিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। তাই এবার যেন একটু বেশিই সতর্ক আমির খান।
'লাল সিং চাড্ডা'র শুটিং পরবর্তী কাজের সময়ে কারোর সঙ্গেই আর যোগাযোগ রাখতে চান না আমির খান। এমনকী নিজের ফোনও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন আমির খান, বাড়ছে জল্পনা।
আমিরের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, বেশিরভাগ সময়টাই নাকি আমিরের ফোনে কেটে যায়। এই ফোনের নেশাই তার ব্যক্তিগত জীবন ও পেশাগত জীবনে প্রভাব ফেলেছে। তাই এইসব থেকে নিজেকে দূরে রাখতে চাইছেন আমির।
যখন কাজ থাকবে তখন কাজ, এবং বাকি সময়টা পরিবারের সঙ্গে কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন আমির খান।ইতিমধ্যেই নাকি নিজের কাছের মানুষদের আমির একথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। খুব জরুরি কোনও প্রয়োজন থাকলে তার ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করতে হবে।
সূত্রের খবর, লাল সিং চাড্ডার মুক্তি পর্যন্ত অভিনেতার সামাজিক মাধ্যমও চালাবে তার টিম। সুতরাং সবরকম যোগাযোগ সূত্র থেকেই নিজেকে আলাদা রাখতে চাইছেন আমির।
কেন হঠাৎ এই সিদ্ধান্ত নিলেন পিকে। নেটিজেনদের মধ্যে এই নিয়ে জোর জল্পনা শুরু হচ্ছে। তবে কি গোপনে কিছু লুকোচ্ছেন আমির।