- Home
- Entertainment
- Bollywood
- হৃত্বিকের বিপরীতে ঐশ্বর্য, এক ফ্রেমে ছবি করার অভিজ্ঞতা কেমন, মুখ খুললেন অভিষেক
হৃত্বিকের বিপরীতে ঐশ্বর্য, এক ফ্রেমে ছবি করার অভিজ্ঞতা কেমন, মুখ খুললেন অভিষেক
- FB
- TW
- Linkdin
এক কথায় বলতে গেলে তখন অভিষেক বচ্চনের কেরিয়ার মধ্যগগণে। একের পর এক ছবি করে চলেছেন তিনি। ২০০৬ সালের স্মৃতি উষ্কে অভিনেতার পোস্ট।
এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে তিনি জানালেন যে ২০০৬ সাল তাঁর কেরিয়ারের সব থকে সুন্দর বছর ছিল। মোট তিন ছবি একই বছর ছিল মুক্তির অপেক্ষাতে। সেই তালিকাতে ছিল ধুম ২-এর নামও।
অভিষেকের মতে, ধুম সিরিজ তাঁর কেরিয়ারের সব থেকে সেরা সিরিজ। একের পর এক ছবি বক্স অফিসে ঝড় তুলেছিল।
এই ছবি যখন প্রথমবার মুক্তি পায়, সকলের সঙ্গে এক বন্ডিং হয়ে গিয়েছিল। আর পরবর্তীতে শ্যুটিং-এর স্মৃতি যেন স্কুল জীবনের রিইউনিয়ন।
হৃত্বিক, ঐশ্বর্য, উদয় চোপড়া, বিপাশা বসুর সঙ্গে এক অদ্ভুত বন্ডিং তৈরি হয়ে গিয়েছিল তাঁর। সেই কাস্ট, সেই ছবি, সেই দিনগুলো আর কখনই ফিরে আসবে না।
এরপরের বছরই অভিষেক বচ্চন বসেছিলেন বিয়ের পিঁড়িতে। তারপর ছবির সংখ্যা বেশ কিছুটা কমলেও অভিষেক বচ্চন দর্শকদের একের পর এক ভালো ছবি উপহার দিয়েছেন।
সেই একই বছর মুক্তি পেয়েছিল উমরাও জান, কাভি আলভিদা না কহনাও। এই দুই ছবিতেও অভিষেক বচ্চনের জীবনে এ মাইলস্টোন।
অভিষেক বচ্চন এবার ডেবিউ করতে চলেছেন ডিজিটাল প্ল্যাটফর্মে। সিরিজের নাম ব্রেথ। সম্প্রতি সেই লুক প্রকাশ্যে এসেছে সোশ্যাল মিডিয়ায়। এই সিরিজ মুক্তি পাবে আগামী ১০ জুলাই।