এ কি চেহারা , গর্ভাবস্থাতেও উন্মুক্ত উরুর ছোট পোশাকে 'Superhot' অনুষ্কা
First Published Nov 24, 2020, 5:00 PM IST
আর মাত্র কয়েকমাস। তারপরেই বিরুষ্কার জীবনে আসতে চলেছে নতুন অতিথি। বলিউড তথা ক্রিকেটের অন্যতম পাওয়ার কাপল বিরুষ্কা এখন লাইমলাইটে। অন্তঃসত্ত্বা অনুষ্কা শর্মার এবার দিন গোনার পালা। সময় যত এগোচ্ছে ততই যেন ঠিকরে বেরোচ্ছে প্রেগনেন্সি গ্লো। সম্প্রতি গর্ভাবস্থাকালীনও শুটিং করছেন অনুষ্কা। একটানা কয়েকদিন ধরেই বিজ্ঞাপনের শুটিং সারবেন অভিনেত্রী। এরই মাঝে খোলা চুলে শর্ট ফ্রকে ক্যামেরাবন্দি হলেন 'মম টু বি'।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন