- Home
- Entertainment
- Bollywood
- কন্যা সাফোই এখন কোয়ারেন্টাইনের সঙ্গী কল্কির, মা-মেয়ের ছবিতে মজেছে নেটদুনিয়া
কন্যা সাফোই এখন কোয়ারেন্টাইনের সঙ্গী কল্কির, মা-মেয়ের ছবিতে মজেছে নেটদুনিয়া
| Published : Apr 06 2020, 10:51 AM IST
কন্যা সাফোই এখন কোয়ারেন্টাইনের সঙ্গী কল্কির, মা-মেয়ের ছবিতে মজেছে নেটদুনিয়া
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
19
দীর্ঘ ২১ দিনের লকডাউনে প্রত্যেকেই নিজেদের মতোন করে সময় কাটাচ্ছেন। সেলফ কোয়ারেন্টাইনে কেমন কাটছে সেলেবদের দিন তা প্রতিনিয়তই পোস্ট করছেন সেলেবরা।
29
সম্প্রতি প্রকাশ্যে এসেছে বলি অভিনেত্রী কল্কি কোয়েচলিনের হোম কোয়ারেন্টাইনের ছবি। করোনা থেকে নিজেকে আটকাতে আপাতত সামাজিক দূরত্ব বজায় রাখা, এবং একা থাকাই সবথেকে বেস্ট অপশন।
39
মেয়ে সাফোর সঙ্গে কাটছে তার দিন। মেয়েকে কোলের উপর বসিয়ে খুনসুটিতে ব্যস্ত অভিনেত্রী। দুজনের এই অন্তরঙ্গতায় মজেছে নেটদুনিয়া।
49
তবে কল্কি একা নন, বাবা গাই হার্সবার্গের বুকের উপর শুয়ে ছবিতে পোজ দিয়েছেন সাফো।
59
মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় মেয়ের ছবি পোস্ট করে থাকেন কল্কি।
69
গাই হার্শবার্গের সঙ্গে ২ বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে অভিনেত্রীর। বিয়ে না করেও মাতৃত্বের পুরো স্বাদটাই তিনি বেশ আনন্দের সঙ্গেই উপভোগ করেছেন।
79
দোলনায় শুয়ে কোয়ারেন্টাইন সময় কাটাচ্ছে মেয়ে সাফো। ছবিটি প্রকাশ্যে আসতেই নজর কেড়েছে নেটিজেনদের।
89
পৃথিবীর সমস্ত সুখ যেন বাবার হাতে। হার্সবার্গের সঙ্গে সাফো এই ছবিও নেটদুনিয়ায় ভাইরাল হতে খুব বেশি সময় নেয়নি।
99
বিয়ে হয়নি। তার উপর আবার সন্তানসম্ভবা। এই নিয়েও নানা সমালোচনার মুখে পড়তে হয়েছিল কল্কিকে। অবশেষে সমস্ত সমালোচনার ইতি টেনে সবাইকে চোখে আঙুল দিয়ে কন্যা সাফোকে নিয়ে মাতৃত্ব উপভোগ করছেন অভিনেত্রী কল্কি।