- Home
- Entertainment
- Bollywood
- "তোমার মধ্যে কনও সৌন্দর্য নেই", এই মন্তব্যের কারণেই কি লিপ ফিলারের সহায় হন অনুষ্কা
"তোমার মধ্যে কনও সৌন্দর্য নেই", এই মন্তব্যের কারণেই কি লিপ ফিলারের সহায় হন অনুষ্কা
- FB
- TW
- Linkdin
কফি উইথ করণে এসে অনুষ্কা জানান, আদিত্য চোপড়া তাঁকে বলেছিলেন তিনি নাকি সুন্দর দেখতে নয়, তাই তাঁকে ভাল অভিনয় করেই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হবে।
অনুষ্কা এই কথাটি নিয়ে প্রথমদিকে হয়তো কিছুটা দুঃখ পেয়েছিলেন। পরবর্তীতে ভাল ছবির প্রস্তাব আসতেই ভুলে গিয়েছিলেন বিষয়টি।
তবে তাঁর মাথা থেকে যে বিষয়টি একেবারেই যায়নি তা বোঝা গিয়েছিল অভিনেত্রীর লিপ জবের পর।
আদিত্য চোপড়ার কথাতে কি অনুষ্কা এতটাই আঘাত পেয়েছিলেন যে নিজের প্রতিভার উপর আর ভরসাই রাখতে পারলেন না।
অভিনয় দক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করতে থাকলেন তিনি। তারপরই লিপ জবের সাহারা নেওয়া।
অভিনয় দক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করতে থাকলেন তিনি। তারপরই লিপ জবের সাহারা নেওয়া।
বম্বে ভেলভেট ছবির স্ক্রিপ্ট পরে তাঁর নাকি মনে হয়েছিল যে চরিত্রটি অনুযায়ী তাঁর চেহারায় বদল আনতে হবে।
চেহারায় বদল এনে, ওজন বাড়িয়েছিলেন অনেকটাই। যার পর অনুষ্কার লুক নিয়ে প্রশংসার পুল বেঁধেছিল দর্শক।
তবে এই ট্রান্সফরমেশনে খুশি ছিলেন না অনুষ্কা। তিনি ঠোঁটের উপর কাঁচি, ইনজেকশন লাগানোর সিদ্ধান্ত নিলেন।
অনুষ্কার কথায়, "আমার মনে হয়েছিল ঠোঁটটা খুব পাতলা লাগছে। তাই এই টেম্পোরারি লিপ ফিলার ব্যবহার করেছি। সময়ের সঙ্গে এটার এফেক্ট চলে যাবে।"