- Home
- Entertainment
- Bollywood
- অনুষ্কা শর্মার পরই কি মা হতে চলেছেন 'চক দে ইন্ডিয়া'র নায়িকা, বেবিবাম্প ঘিরে জল্পনা
অনুষ্কা শর্মার পরই কি মা হতে চলেছেন 'চক দে ইন্ডিয়া'র নায়িকা, বেবিবাম্প ঘিরে জল্পনা
- FB
- TW
- Linkdin
বর্তমানে আইপিএল-এর জন্য জাহির খানের সঙ্গেই রয়েছেন তার স্ত্রী সাগরিকা।
সদ্যই জাহির খানের জন্মদিনের পার্টিতে কালো রঙের ঢিলেঢালা পোশাকে দেখা যায় অভিনেত্রীকে।
সেখান থেকেই জল্পনার শুরু। ঢিলে পোশাক পরেই নাকি বেবিবাম্প লুকিয়েছেন সাগরিকা। এমন কথাই বলতে শুরু করেন নেটিজেনরা।
জাহির-সাগরিকার ঘনিষ্ঠরা বলতে শুরু করেন খুব শীঘ্রই নাকি সুখবর জানাবেন এই তারকা জুটি।
তবে ঘনিষ্ঠ মহল হোক কিংবা নেটিজেনদের মন্তব্যে সাগরিকা কিংবা জাহির কোনও মন্তব্য করেননি। বরং মুখে কুলুপ এঁটেছেন।
তবে জাহিরের জন্মদিনের একগুচ্ছ ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলেন ক্রিকেটার পত্নী।
সালটা ২০১৭। জাহির ও সাগরিকা গাটছড়া বেঁধেছিলেন।
বিয়ের ৩ বছর পরই আসতে চলেছে নতুন অতিথি, তেমনটাই জানিয়েছেন তাদের ঘনিষ্ঠ মহল।
'চক দে ইন্ডিয়া' ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেন সাগরিকা ঘাটগে। ছবিতে প্রীতির ভূমিকায় হকি খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করেছিলেন সাগরিকা।
ছবিতে প্রীতির ভূমিকায় হকি খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করেছিলেন সাগরিকা।