- Home
- Entertainment
- Bollywood
- নীল জলরাশির মধ্যেই উদ্দাম 'Romance', কোভিড 'Negative' হতেই সোজা মলদ্বীপে পাড়ি রণবীর-আলিয়ার
নীল জলরাশির মধ্যেই উদ্দাম 'Romance', কোভিড 'Negative' হতেই সোজা মলদ্বীপে পাড়ি রণবীর-আলিয়ার
বলিউড জুড়ে যেন করোনার ত্রাস। একের পর এক তারকারা আক্রান্ত হচ্ছেন করোনা ভাইরাসে। কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন রণবীর কাপুর। তিনি সেরে উঠতে না উঠতেই কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছিলেন আলিয়া ভাট। এবার করোনা নেগেটিভ হতেই বিমানবন্দরে দেখা গেল লাভবার্ডসকে। কোয়ালিটি টাইম কাটাতে মলদ্বীপে উড়ে গেলেন রণবীর-আলিয়া।

কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন রণবীর কাপুর। তিনি সেরে উঠতে না উঠতেই কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছিলেন আলিয়া ভাট।
এবার করোনা নেগেটিভ হতেই বিমানবন্দরে দেখা গেল লাভবার্ডসকে। কোয়ালিটি টাইম কাটাতে মলদ্বীপে উড়ে গেলেন রণবীর-আলিয়া।
বলি তারকাদের পছন্দের ডেস্টিনেশন মানেই মলদ্বীপ, ফুরসত পেলেই উড়ে যান নীল জলরাশির অতল গভীরে। এবার সেখানেই একান্ত মুহূর্ত কাটাতে পৌঁছে গেছেন রণবীর-আলিয়া।
করোনার জেরে একে অপরের থেকে অনেকদিন আলাদা ছিলেন রণবীর আলিয়া। কোভিডকে জয় করেই ভ্যাকেশনে রওনা দিলেন লাভবার্ডস জুটি।
ক্যাজুয়াল স্টাইলিশ পোশাকে ধরা দিয়েছেন দুজনে। সাদা ট্রাউজার সঙ্গে হলুদ ক্রপটপ এবং ম্যাচিং সাদা জ্যাকেটে মুখ মাস্ক পরেই বিমানবন্দরে দেখা গিয়েছে আলিয়াকে। হাতের জুটের সাদা ব্যাগ নজর কেড়েছে।
অন্যদিকে রণবীরও ক্যাজুয়াল সাদা টি-শার্ট এবং নীল ডেনিম জিন্সে কুল লুকে ধরা দিয়েছে। সাদা ব্যাকপ্যাকে আর কে চাবির রিং নজর কেড়েছে ভক্তদের।
অনেকদিন ধরেই একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন রণবীর আলিয়া। পার্ট হোক বা ডিনার ডেট সর্বত্রই একসঙ্গে দেখা যায় লাভবার্ডসকে।
বলিউডের লাভবার্ডস আলিয়া ভাট এবং রণবীর কাপুরকবে তারা গাটছড়া বাঁধবেন এই প্রশ্নই এখন বলিমহলের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। বহুদিন ধরেই এই অপেক্ষায় রয়েছে বি-টাউন।
রণবীর-আলিয়া অভিনীত ছবি 'ব্রহ্মাস্ত্র' ছবি মুক্তির দিনও করোনার জন্য বারবার পিছিয়ে যাচ্ছে। ফের ছবি মুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।