নীল বিকিনির চাবুক ফিগারে স্পষ্ট শরীরের খাঁজ, সুইমিংপুলে আগুন ঝরাচ্ছেন 'বালিকা বধূ'
First Published Jan 8, 2021, 2:01 PM IST
অভিকো গোরকে এই নামটির সঙ্গে অনেকেই পরিচিত নন, কিন্তু বালিকা বধূর ছোট্ট আনন্দীর কথা কার না মনে আছে। সকল দর্শকদের মনে নিজের জায়গা পাঁকিয়ে নিয়েছিলেন বালিকা বধূর ছোট্ট আনন্দী। অভিকা গোরের সেই ছবিটি কিন্তু এখন আর চেনা যাবে। সহজ-সরল অভিকা এখন ১৩ কেজি ওজন ঝরিয়ে স্লিম অ্যান্ড ট্রিম। এখানেই শেষ নয়, শরীরী উষ্ণতাতেও টেক্কা দিচ্ছেন বলিউডকেও।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন