- Home
- Entertainment
- Bollywood
- 'এবার একটা ভালো ফোন কিনুন', পার্টিতে থেকে ফিরতেই ব্যাপক ট্রোলের মুখে ঐশ্বর্য
'এবার একটা ভালো ফোন কিনুন', পার্টিতে থেকে ফিরতেই ব্যাপক ট্রোলের মুখে ঐশ্বর্য
- FB
- TW
- Linkdin
ঐশ্বর্য রাই বচ্চনের কাছেও বিষয়টা ঠিক একই রকম। একাধিকবার তিনি ট্রোলের মুখে পড়েছিলেন।
তবে ব্যক্তিগত জীবন নিয়ে একাধিকবার আক্রমণের মধ্যে সব থেকে লজ্জার ছিল, এত বড় সেলেবের একটা ভালো ফোন নেই!
এমনই প্রশ্ন তুলেছিল একবার নেট মহল। ঠিক কী ঘটেছিল, সেলেবরা মাঝে মধ্যেই পার্টিতে হাজির হয়ে থাকেন।
ঐশ্বর্য রাই বচ্চনও সেই তালিকা থেকে বাদ পড়েন না। একবার করণ জোহার আয়োজিত এক পার্টিতে তিনি উপস্থিত হন, সেদিন সেখানে একগুচ্ছ তারকা ছিলেন।
সেই তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন কেটি পেরি। একাধিক ছবি ও সেলফি তার সঙ্গে তুলেছিলেন ঐশ্বর্য।
ভক্তদের সঙ্গে সেই ছবি শেয়ারও করে নিয়েছিলেন তিনি। তবে ছবি দেখেই বেজায় চটেছিল ভক্তমহল।
কারণ প্রতিটা ছবিই ছিল ঝাপসা। স্পষ্ট ছবি না ওঠায় তা ভালো লাগেনি নেটিজেনদের।
তারা তড়িঘড়ি উপদেশ দিতে শুরু করেন ঐশ্বর্যকে। এটা ২০১৯ সাল, এই সময় একটা ভালো ফোন থাকাটা প্রয়োজন।
এমন কি একজন বলে বসেন, একটা বেসিক ফোনও এর থেকে ভালো ছবি দিয়ে থাকে।
যদিও ঐশ্বর্য ট্রোলিং নিয়ে বিন্দুমাত্র কর্ণপাত করতে নারাজ। কখনই তিনি এই বিষয় বিন্দুমাত্র গুরুত্ব দেননি। তবুও নেটদুনিয়ার মুখ বন্ধ করা এক কথায় অসম্ভব।