- Home
- Entertainment
- Bollywood
- অক্ষয়ের সঙ্গে স্যুইমিং পুলে ঘনিষ্ঠ ফোটোশ্যুটে ঐশ্বর্য, লকডাউনে ভাইরাল নায়িকার বিরল অ্যালবাম
অক্ষয়ের সঙ্গে স্যুইমিং পুলে ঘনিষ্ঠ ফোটোশ্যুটে ঐশ্বর্য, লকডাউনে ভাইরাল নায়িকার বিরল অ্যালবাম
- FB
- TW
- Linkdin
ঐশ্বর্য রাই বচ্চন এবং অক্ষয় কুমারের একটি ছবিও উঠে এসেছে সোশ্যাল মিডিয়ার পাতায়। যেখানে তাঁদের একসঙ্গে স্যুইমিং পুলে দেখা যাচ্ছে ঘনিষ্ঠ হয়ে পোজ দিতে। ছবিটি ঐশ্বর্যের মডেলিংয়ের সময়কার বলেই অনুমান করছে নেটিজেনরা।
তাঁরা একসঙ্গে অ্যাকশন রিপ্লে, খাঁকি ছবিতে অভিনয় করেছেন। তাঁদের জুটি দর্শকমহলের বেশ পছন্দ হয়েছিল। বক্স অফিসে অ্যাকশন রিপ্লের মুখ থুবড়ে পরার পর তাঁদের আর কোনও ছবিতে একসঙ্গে অভিনয় করতে দেখা যায় না।
তার বহু আগেই মডেলিংয়ের সময়কার ছবি লকডাউনে বেশ ভাইরাল হয়েছে। তার মধ্যেই রয়েছে মডেলিং, দক্ষিণী বিনোদন জগৎ এবং বলিউডে পদার্পণ করার পরের কিছু ছবিও। যেখানে কিছু ছবিতে তাঁকে চেনা দায় হয়ে উঠেছে সকলের।
লকডাউনের কারণে ফিল্মবাফদের জন্য এসেছে নয়া বিনোদন। তারকাদের পুরনো ছবি ক্রমশ ভাইরাল হয়ে চলেছে নেটদুনিয়ায়। হলিউড, বলিউড, টলিউড কেউই বাদ নেই থ্রোব্যাকের ট্রেন্ডের মধ্যে থেকে। এবারে ভাইরাল হলেন ঐশ্বর্য রাই বচ্চন। তাঁর একটি ফ্যানপেজ থেকে সম্প্রতি তাঁর পুরনো ছবি পোস্ট করা হয়।
যেখানে বিভিন্ন ফোটোশ্যুটে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। এই ছবি নিয়েই শুরু হয়েছে একটি চ্যালেঞ্জ। ঐশ্বর্যের ভাইরাল হওয়া ছবিটি একমাত্র চিনতে পারছে তাঁর পরম ভক্তরা। ভারতীয় পোশাক হোক বা পাশ্চাত্য পোশাক। সবেতেই যেন সাবলিল তিনি। সালওয়ার, কামিজে তাঁকে যতখানি সুন্দর লাগে, জিনস এবং স্যুইমওয়্যারেও তাঁকে সমানভাবে আকর্ষণীয় লাগে।
যেখানে বিভিন্ন ফোটোশ্যুটে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। এই ছবি নিয়েই শুরু হয়েছে একটি চ্যালেঞ্জ। ঐশ্বর্যের ভাইরাল হওয়া ছবিটি একমাত্র চিনতে পারছে তাঁর পরম ভক্তরা। ভারতীয় পোশাক হোক বা পাশ্চাত্য পোশাক। সবেতেই যেন সাবলিল তিনি। সালওয়ার, কামিজে তাঁকে যতখানি সুন্দর লাগে, জিনস এবং স্যুইমওয়্যারেও তাঁকে সমানভাবে আকর্ষণীয় লাগে।
মডেলিংয়ে আটকে ছিল না তাঁর লক্ষ্য। বিশ্বের দরবারে নিজের প্রতিভাকে রাখার অদম্য ইচ্ছে তাঁকে নিয়ে গেল মিস ওয়ার্ল্ডের মঞ্চে। বিউটি উইথ ব্রেনের প্রমাণ দিয়ে শিরোপা উঠল তাঁরই মাথায়। সেখান থেকেই তাঁর কাছে বলিউডের এবং দক্ষিণী ছবির প্রস্তাব আসা শুরু হয়।
সেই সময়কার এই বিরল ছবিগুলিতে ঐশ্বর্য যেন স্বর্গের অপসরার চেয়ে কোনও অংশে কম নন। অস্বাভাবিক সুন্দরী বলেই সাধারণ পোশাকেও তিনি যেন অসামান্যা। অত্যন্ত সাধারন পোশাকেও তাঁকে দেখে পুরুষদের মন মাতোয়ারা হবে নিমেষে। লিউডের আসার ঠিক আগে মডেলিং ছাড়ার ঠিক পরের সময়কার ছবিগুলি দেখতেই বেশি উৎসাহী থাকে ঐশ্বর্য ভক্তরা।