- Home
- Entertainment
- Bollywood
- Alia-Ranbir Wedding : বিয়ের তারিখ প্রকাশ্যে এল রণবীর-আলিয়ার, প্রস্তুতি শুরু দুই পরিবারের
Alia-Ranbir Wedding : বিয়ের তারিখ প্রকাশ্যে এল রণবীর-আলিয়ার, প্রস্তুতি শুরু দুই পরিবারের
বলিউড কাপলদের মধ্যে সর্বদাই নজর কাড়েন রণবীর কাপুর ও আলিয়া ভাট। রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে ইতিমধ্যেই সরগরম সোশ্যাল মিডিয়া। বলিউডের অন্দরমহলে কান পাতলেই রণবীর-আলিয়ার বিয়ের কথা শোনা যাচ্ছে। অনেকেই বলছেন এই হাইপ্রোফাইল বিয়ের আসরও নাকি বসতে চলেছে ডিসেম্বরেই। তবে ঘনিষ্ঠ সূত্র বলছে, চলতি বছরেও বিয়ের পিঁড়িতে বসছেন না রণবীর-আলিয়া। এবার প্রকাশ্যে এল রণবীর-আলিয়ার বিয়ের দিনক্ষণ।

বলিপাড়ার কাপলদের মধ্য সবথেকে বেশি চর্চিত রণবীর কাপুর ও আলিয়া ভাট। গত বছর থেকেই তাদের বিয়ের খবরে উত্তাল সোশ্যাল মিডিয়া। একের পর ডেট ক্রমশ প্রকাশ্যে এসেছে। কিন্তু কোনও ডেটেই পাকাপাকিভাবে চারহাত এক হয়নি।
দীর্ঘদিন ধরে হেভিওয়েট বিয়ের অপেক্ষায় রয়েছে বলি ইন্ডাস্ট্রি। রণবীর কাপুর ও আলিয়া ভাটের হাইপ্রোফাইল বিয়ের আসরও নাকি বসতে চলেছে ডিসেম্বরেই। তবে বি-টাউনের অন্দরমহলে কান পাতলেই শোনা যাচ্ছে, চলতি বছরে বিয়ের পিঁড়িতে বসছেন না রণবীর-আলিয়া।
এবার প্রকাশ্যে এল রণবীর-আলিয়ার বিয়ের তারিখ ও দিনক্ষণ। চলতি বছরের ডিসেম্বরে নয় বরং আগামী বছর এপ্রিল মাসেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রালিয়া জুটি। ইতিমধ্যেই দুই বাড়িতেই বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে।
কখনও নিজেদের অ্যাপার্টমেন্টে আবার কখনও দিওয়ালি পার্টিতে আনন্দ করেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। কাপুরও ভাট পরিবারে জোরদার শুরু হয়েছে বিয়ের প্রস্তুতি , তা ছবিতেই স্পষ্ট ধরা পড়েছ।
রণবীর ও আলিয়ার ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, দুজনের হাতেই রয়েছে একগুচ্ছ ছবির কাজ। এবং দুজনেরই কমিটমেন্ট এপ্রিলেই শেষ হবে। কাজের চিন্তা মাথায় নিয়ে বিয়ের ছুটিতে যেতে কেউই চান না রণবীর-আলিয়া ।
আরও জানা গেছে,কাপুরদের অনেক বড় পরিবার। এই বিয়েতে সকলেই উপস্থিত থাকবেন। ইতিমধ্যেই কৃষ্ণা রাজ বাংলোতে রেনোভেশনের কাজ চলছে। বিয়ের জাকজমক অনুষ্ঠানে পরিবারের সকলেই আসবেন। সব মিলিয়েই জোর কদমেই শুরু হয়েছে বিয়ের কাজ।
শোনা যাচ্ছে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য আরও কিছুটা অপেক্ষা করতে চান তারা। আরও জানা যাচ্ছে, বিয়ের পর যেই ফ্ল্যাটে রণবীর কাপুর ও আলিয়া ভাট শিফট করবেন সেই ফ্ল্যাটের কাজ এখনও শেষ হয়নি। এবং সেই কারণেই নাকি বিয়ের তারিখ পিছিয়ে দিয়েছেন রালিয়া জুটি।
গত বছরও দুজনের সম্পর্কের মধ্যেই করোনা বাধা হয়ে না দাঁড়ালেও কাপুর পরিবারের একের পর এক মৃত্যর কারণেই পিছিয়ে গিয়েছে তাদের বিয়ের দিনক্ষণ। বি-টাউনের অন্দরমহলে কান পাতলেই রণবীর-আলিয়ার বিয়ের কথা শোনা যাচ্ছে।
রণবীর - আলিয়ার বিয়ে নিয়ে হাজারো জল্পনার মন্তব্য মেয়ে আলিয়ার বিয়ে নিয়ে মুখ খুললেন মা সোনি রাজদান। মেয়ের বিয়ে নিয়ে একাধিকবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে আলিয়া ও রণবীরের পরিবারকে।
আলিয়ার বিয়ে নিয়ে সাংবাদিকদের সোনি জানান, আমিও জানি না ওরা ঠিক কবে বিয়েটা করবে। আমিও জানতে না। কিছু ব্যক্তিগত তথ্যের জন্য অপেক্ষা করছি। ভবিষ্যতে নিশ্চয় ওরা বিয়ে করবে। কবে তা সঠিক জানি না। আপনার আলিয়ার এজেন্টকে ফোন করুন। ও হয়তো সঠিক খবর বলতে পারবে।