কেবল রণবীরই নয়, আলিয়ারও প্রেমিকের তালিকা দীর্ঘ
| Published : Mar 15 2020, 01:50 PM IST
কেবল রণবীরই নয়, আলিয়ারও প্রেমিকের তালিকা দীর্ঘ
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
110
আলিয়া ভাটের জীবনে এখন রঙিন বসন্ত। রণবীর কাপুরের সঙ্গে তাঁর সম্পর্কের প্রতিটি আপডেটই যেন খবরের শিরোনামে জায়গা করে নিচ্ছে।
210
বেশ কয়েকদিন ধরেই তাঁরা একে অন্যকে ডেটিং করছেন। কিন্তু তাঁদের এই সম্পর্কের মাঝে যে কেবল রণবীরের প্রাক্তন তালিকা দীর্ঘ এমনটা নয়। আলিয়ার জীবনেও এসেছে বেশ কিছু সম্পর্ক।
310
ক্লাস এইট থেকেই আলি দাদাকারকে ভালো লাগত আলিয়ার। বলিউডে পা রাখার আগে তাঁর সঙ্গে রীতিমত ডেটিং করতেন আলিয়া ভাট।
410
তবে সম্পর্কের সমীকরণ বেশিদিন স্থায়ী হল না। বলিউডে পা রাখার পর থেকেই আলিয়ার জীবনে এল নয়াা প্রেম।
510
স্টুডেন্ট অব দ্য ইয়ারের গল্পই যেন সত্যি হয়ে ধরা দিয়েছিল। ছবির শ্যুটিং ফ্লোর থেকেই সামনে উঠে এসেছিল সিদ্ধান্ত মালহোত্রাকে ডেট করছেন আলিয়া।
610
তবে সেই গুজব বেশিদিন স্থায়ী হয়নি। কয়েকদিনের মধ্যেই স্পষ্ট হয় তাঁদের মধ্যে তেমন কোনও সম্পর্ক আর নেই।
710
এরপরই সামনে উঠে আসে বদ্রীনাথ কী দুলহানিয়া ছবির খবর। সেখানে আবারও বরুণ ধাওয়ানের মুখোমুখি আলিয়া ভাট। দুজনেই একে অপরকে নাকি পছন্দ করতেন। তবে বরুণ ধাওয়ান অন্য কাউকে মন দিয়ে বসে ছিলেন। ফলে সেই জলও বেশি দূর গড়ায়নি।
810
এখনও বরুণের সঙ্গে ভালো বন্ধুত্ব রেখেছেন আলিয়া ভাট। একই সঙ্গে তাঁদের বলিউডে হাতে খড়ি।
910
এরপরই আলিয়ার জীবনে আসে রণবীর কাপুর। রণবীরকে ডেটিং করতে শুরু করেন তিনি।
1010
আপাতত এখানেই ইতি। বিয়ে করবেন তাঁরা এতটাই খবর। তবে কবে তাঁরা গাঁটছড়া বাঁধছেন, তা নিয়ে এখনও স্পষ্ট করে কেউ জানাননি।