- Home
- Entertainment
- Bollywood
- হটকেকের মতো বিকোচ্ছে আলিয়ার ইনস্টা পোস্ট, একটা পোষ্টের জন্য কত টাকা নেন আলিয়া
হটকেকের মতো বিকোচ্ছে আলিয়ার ইনস্টা পোস্ট, একটা পোষ্টের জন্য কত টাকা নেন আলিয়া
- FB
- TW
- Linkdin
স্টুডেন্ট অফ দ্যা ইয়ার ছবি দিয়ে বলিউড সফর শুরু। এরপর আর ফিরে তাকাতে হয়নি আলিয়া ভাটকে। একের পর এক শুধুই সুপারহিট।
বাণিজ্যিক ছবি থেকে শুরু করে অন্যধারার অভিনয় চাবুকের মত প্রমাণ করেছেন নিজের দক্ষতা। টেক্কা দিয়েছেন সুপারস্টারদের সঙ্গে।
আলিয়ার রোজগারের সিংহভাগ টাকা আসে অভিনয় থেকেই। কিন্তু এর পাশাপাশি একাধিক সোর্স থেকে বাড়ছে রোজগার।
যেমন বর্তমানে বহু প্রথম সারির দ্রব্যের বিজ্ঞাপন এর মুখ আলিয়া ভাট। ট্রাভেল থেকে শুরু করে কসমেটিক্স।
এর পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান ও ব্র্যান্ড রেপ্রেসেন্টেশন রয়েছে। সঙ্গে যুক্ত হয়েছে তা হলো ইনস্টাগ্রাম পোস্ট।
ইনস্টাগ্রম পোস্ট সেলিব্রিটিদের রোজগারের এক বড় অংশ। কারণ সেলিব্রিটিদের সোশ্যাল মিডিয়ায় ভক্ত মহলে সংখ্যা থেকে বিপুল।
সেই ফলোয়ারদের কাছে এক ক্লিকে পৌঁছে যাবার জন্যই বিভিন্ন বিজ্ঞাপন সংস্থা সেলেব পেজে পোস্ট করতে চান। আর এই পোষ্টের জন্য সেলেবরা টাকা নিয়ে থাকেন।
আলিয়া ভাট নিজের একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট প্রমোশনের জন্য চার্চ করে থাকেন এক কোটি টাকা, যা দিয়ে অনায়াসে আপনার একটি বিলাসবহুল ফ্ল্যাট হয়ে যেতে পারে।