- Home
- Entertainment
- Bollywood
- বক্ষবিভাজিকায় ঝড়, গোয়া বিচে ছুটি কাটাতে গিয়ে ভাইরাল আমিশা, হটপোজে ঘাম ঝড়ছে নেটপাড়ার
বক্ষবিভাজিকায় ঝড়, গোয়া বিচে ছুটি কাটাতে গিয়ে ভাইরাল আমিশা, হটপোজে ঘাম ঝড়ছে নেটপাড়ার
- FB
- TW
- Linkdin
সম্প্রতি গোয়া বিচ থেকে একের পর এক ছবি শেয়ার করেন বলিউড হট ডিভা আমিশা প্যাটেল।
অন্তর্বাস হোক বা খোলামেলা হট পোজ, সাহসী পোজ দিতে যে তিনি সিদ্ধহস্ত তা আর বলার অপেক্ষা রাখে না।
আমিশা প্যাটেল, কাহো না পেয়ার হ্যায় ছবি যাদের কাছে নস্ট্যালজিয়া, তাদের খুব কাছের এক অভিনেত্রী এই বলি ডিভা।
প্রথম ছবিতেই ব্লকবাস্টার, সুপার হিটের তকমা পেয়ে বলিউডে ভাইরাল হয়ে উঠেছিলেন আমিশা প্যাটেল। তারপর একে একে ছবি পাওয়া।
হাতে ছবি আসলেও তা আর সেভাবে হিট হতে দেখা যায় না। যার ফলে ধীরে ধীরে বলিউড থেকে হারিয়ে যেতে থাকেন তিনি।
একটা সময়ের পর বন্ধ হয়ে যায় ছবির প্রস্তাব পাওয়া। কিন্তু লড়াই থামাননি আমিশা প্যাটেল। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই টিকে রইলেন ভক্তদের মধ্যে।
একের পর এক হট লুকে ছবি পোস্ট করে থাকেন আমিশা। তা ভাইরাল হয়ে উঠতে খুব একটা বেশি সময় লাগে না।
কখনও বিকিনিতে কখনও আবার মনোকিনিতে। ভক্তদের মধ্যে উষ্ণতার পারদ তুঙ্গে তুলতে সিদ্ধ হস্ত আমিশা এখন বলিউডে ব্রাত্য।
মাঝে মধ্যে তাঁকে ফ্যাশন শোতে পাওয়া গেলে বা কোনও বিজ্ঞাপনে পাওয়া গেলেও বড় পর্দায় দীর্ঘদিন তাঁকে দেখা যায়নি।
কিন্তু ইনস্টা প্রোফাইলে তাঁর ভক্তের সংখ্যা যে কোনও বলিস্টারকে কড়া টক্কর দিতে পারে।