- Home
- Entertainment
- Bollywood
- অন্তঃসত্তা করিনা কেমন আছেন, প্রশ্ন করতেই বিস্ফোরক অমৃতা, মেজাজ হারিয়ে এ কি বললেন সারার মা
অন্তঃসত্তা করিনা কেমন আছেন, প্রশ্ন করতেই বিস্ফোরক অমৃতা, মেজাজ হারিয়ে এ কি বললেন সারার মা
- FB
- TW
- Linkdin
সারার সঙ্গে বা ইব্রাহিমের সঙ্গে মাঝে মধ্যেই করিনা কাপুরকে দেখা যায়, কিন্তু অমৃতার সঙ্গে কি দেখা যায় তৈমুরকে!
এই প্রশ্নের সাফ উত্তর দিতে পারে সকলেই। না, কখনই করিনা বা করিনার সন্তানদের সঙ্গে দেখা যায় না অমৃতাকে।
করিনার সঙ্গে সইফের সম্পর্ক যে আজও তাঁর পক্ষে মেনে নেওয়া কঠিন তা এক কথায় স্পষ্ট।
আর এই সত্যিকেই চোখে আঙুল দিয়ে নিজেই দেখিয়ে দিয়েছিলেন অমৃতা তৈমুরের জন্মের সময়।
সাল ২০১৬, করিনা তখন অন্তঃসত্তা। এক সাংবাদিক অমৃতাকে ফোন করে ইন্টারভিউয়ের জন্য। কথার মাঝেই ওঠে কথা।
তিনি জিজ্ঞেস করে বসেন কেমন আছেন এখন করিনা কাপুর, তিনি তো অন্তঃসত্তা, প্রশ্ন শুনেই মেজাজ হারিয়ে ফেলেন তিনি।
মুহূর্তে চিৎকার করে বলে ওঠে কীকরে এই ধরনের প্রশ্ন করার সাহস পান আপনারা।
যাতে তাকে যখন খুশি যা ইচ্ছে জিজ্ঞেস করা যায়, ভবিষ্যতে কোনও দিন ফোন করবেন না আপনি, বলেই ফোনটা কেটে দেন তিনি।
করিনার প্রথম সন্তানের বেলাতেও অমৃতা শুভেচ্ছা জানাননি, দ্বিতীয় সন্তানের বেলাতেই একই ছবি ধরা পড়ে।
যদিও সারা এক ব্যাগ গিফট নিয়ে হাজির হন ভাইকে দেখতে। পাশাপাশি করিনার জন্যাও কেনেন তিনি উপহার।
অমৃতা আজও যে সইফের এই সম্পর্কে নিয়ে রেগে, তা তাঁর আচরণেই স্পষ্ট। যার ফলে নবাব পরিবারের কোনও অনুষ্ঠানেই তাঁকে আর দেখা যায় না।
সামনেই বাংলায় বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট নিয়ে রাজনেতিক দলগুলির প্রচার, তাই ভোটের সব খবর পেতে অবশ্যই ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলা।