বর্ষবরণে অনন্যার সঙ্গে গোপনে মলদ্বীপে ছুটি কাচ্ছেন ইশান, মুহূর্তে ভাইরাল ছবি
First Published Jan 1, 2021, 1:09 PM IST
বর্ষ শেষে ছুটির মেজাজে বলিউড। দীপিকা রণবীর হোক বা রণবীর আলিয়া, সকলেই বেড়িয়ে পড়েছেন সেলিব্রেশনে। সেই তালিকাতে নাম লিখিয়েছেন অনন্যা পান্ডে ও ইশানও। খালিপিলি জুটি বর্তমানে উষ্ণতা ছড়াচ্ছে মলদ্বীপের বিচে। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট হতেই মুহূর্তে তা নজর কাড়ল নেট দুনিয়ার। সেই ট্রিপ থেকেই প্রকাশ্যে আসা একাধিক ছবিতে এবার মজেছে নেট পাড়া।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন