- Home
- Entertainment
- Bollywood
- কাল ছিলেন সুশান্তের বিধবা, বছর ঘুরতেই ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশনে হট পোজ, তোপের মুখে অঙ্কিতা
কাল ছিলেন সুশান্তের বিধবা, বছর ঘুরতেই ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশনে হট পোজ, তোপের মুখে অঙ্কিতা
- FB
- TW
- Linkdin
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর গল্পরে নায়িকা হয়ে ওঠেন অঙ্কিতা লোখান্ডে, আর ভিলেন রিয়া চক্রবর্তী। সকলেই এক পলকে ভুলে যায় রিয়াই ছিলেন বর্তমান প্রেমিকা।
অঙ্কিতার সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক ছিল না সুশান্তের। তবুও সুশান্তের শেষ কাজে যেভাবে নিজেকে উজার করে দিয়েছিলেন অঙ্কিতা তাতে প্রশংসা পান তিনি।
সাদা পোশাক পড়ে সকলের সামনে তিনি দাবি করেন, তিনি সুশান্তের বিধবা। সেই মর্মেই সকলে দাঁড়িয়েছিলেন অঙ্কিতার পাশে।
ন্যায় বিচার চেয়ে পরিবারের সঙ্গে একাধিকবার সুর চরিয়েছিলেন অঙ্কিতা। বলেছিলেন তাঁর জীবন থেকে সব রঙ হারিয়ে গেল।
তবে কয়েকমাস যেতে না যেতেই সব রঙ আবারও ঠিক নিজের ছন্দেই ফিরে এলো। যা মেনে নিতে নারাজ নেট দুনিয়া।
কয়েকমাস ঘুরতে না ঘুরতেই প্রেমিকের সঙ্গে প্রকাশ্যে প্রেম। লাইমলাইটে অঙ্কিতা। নাচে গানে মজে অভিনেত্রী।
তাহলে সসুশান্তকে ঘিরে তৈরি হওয়া অবসাদ, রাতারাতি উবে গেল, এমন প্রশ্নেরই উত্তর খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে নেট দুনিয়া।
বর্তমানে তিনি ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশনে প্রেমিক ভিকিকে নিয়ে সিমলা পাড়ি দিয়েছেন। সেখান থেকেই একের পর এক ছবি শেয়ার করেন তিনি।
আর তা দেখা মাত্রই আবারও পড়তে হয় অঙ্কিতাকে রোষের মুখে, আবারও ওঠে একই প্রশ্ন মনের সব ব্যাথা কমে গেল, কয়েক মাসেই!
সামনেই বাংলায় বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট নিয়ে রাজনেতিক দলগুলির প্রচার, তাই ভোটের সব খবর পেতে অবশ্যই ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলা।