হাসপাতাল জুড়ে কড়া নিরাপত্তা, নেই শুভেচ্ছার বালাই, নেটমহল হন্যে হয়ে খুঁজছে বিরুস্কার সন্তানের একটা ছবি
First Published Jan 14, 2021, 9:27 AM IST
সোমবার দুপুরে মিলেছিল সুসংবাদ। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অনুষ্কা। তখন থেকেই হন্যে হয়ে নেট দুনিয়া হাতরে বেড়াচ্ছে ভক্ত মহল। কিভাবে পাওয়া যায় একটা ছবি! মিল ছিল না তার হদিশ, কারণ একটাই, বিরাট কোহলি।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন