'বিরুষ্কা'র মেয়ের ভবিষ্যৎ যেন তৈমুরের মত না হয়,কোহলির টুইট ঘিরে জল্পনা তুঙ্গে
First Published Jan 11, 2021, 6:55 PM IST
অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলির জীবনে এল ফুটফুটে কন্যাসন্তান। বিরাট নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে ইংরেজি ও হিন্দি ভাষায় লেখেন, "আজ বিকেলে আমাদের পরিবারে ফুটফুটে এক কন্যাসন্তানের আগমন হয়েছে। এত ভালবাসা, শুভেচ্ছা এবং প্রার্থনার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। অনুষ্কা এবং সদ্যোজাত দু’জনেই ভাল আছে।" এই খুশির খবরের অপেক্ষায় ছিল দেশবাসী। অবশেষে এল সেই সুখবর। মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতাল, ব্রিজ ক্যান্ডিতে জন্মগ্রহণ করল বিরাট-অনুষ্কার কন্যা সন্তান।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন