- Home
- Entertainment
- Bollywood
- 'বিরুষ্কা'র মেয়ের ভবিষ্যৎ যেন তৈমুরের মত না হয়,কোহলির টুইট ঘিরে জল্পনা তুঙ্গে
'বিরুষ্কা'র মেয়ের ভবিষ্যৎ যেন তৈমুরের মত না হয়,কোহলির টুইট ঘিরে জল্পনা তুঙ্গে
- FB
- TW
- Linkdin
আজ সকালেই মুম্বইয়ের এই হাসপাতালে আসেন অনুষ্কা এবং বিরাট। তার কিছু সময় পরই সোশ্যাল মিডিয়ায় সুখবর দিলেন বিরাট কোহলি।
টুইটে কেবল সুখবরই নয়, আরও এক বার্তা দিয়েছেন বিরাট। অনুষ্কার তরফ থেকেও বিরাট দিয়েছেন সেই বার্তা।
তাঁদের ব্যক্তিগত জীবনকে যেন সম্মান করে সকলে। সাংবাদমাধ্যম হোক বা সাধারণ মানুষ, দম্পতির জীবনে যেন কোনও অনাধিকার প্রবেশ না ঘটে।
কন্যার জন্মের পরই এই বার্তা কেন। তবে কি সইফ আলি খান এবং করিনা কাপুর খানের ছেলে তৈমুরের মত জীবন যেন তাঁদের মেয়ের না হয়, সেটাই চাইছেন অনুষ্কা ও বিরাট।
তৈমুরের জন্মের পর থেকে তাঁকে ঘিরে ধরেছিল সাংবাদমাধ্যম, পাপারাৎজি এবং সাধারণ মানুষ। নিত্যদিন ক্যামেরা যেন তাঁকে তাড়া করে বেড়াত।
আজও সেই পরিস্থিতির কোনও বদল ঘটেনি। তৈমুরও নাকি বেশ কয়েকবার বিরক্ত হয়েছে পাপারাৎজির এই আচরণ।
সারাদিনে তৈমুর কী করে, কোথায় যায়, কী পোশাক পরে, সবই সংবাদ শিরোনামে ওঠে আসে। তবে কি বিরুষ্কার ভয়, তৈমুরের মত তাঁদের মেয়ের জীবনও মিডিয়া কভারেজ না হয়ে যায়।
এই কারণেই কি বিরাট ব্যক্তিগত জীবনের বিষয়টি লিখেছেন টুইটে। প্রশ্ন উঠছে সাইবারদুনিয়ায়। দিন কতক আগেও অনুষ্কা ক্ষোভ উগরে দিয়েছিলেন এক সংবাদমাধ্যমের উপর।
তাঁর এবং বিরাটের ব্যক্তিগত মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় সেই সংবাদমাধ্যমকে নেটদুনিয়ায় কড়া ভাষায় আক্রমণ করেন।
অনুষ্কা এবং বিরাট নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে অত্যন্ত ওয়াকিবহল। প্রেম, বিয়ে সবই করেছেন মিডিয়া থেকে দূরে সরে গিয়ে। মেয়ের জন্যও তেমনটাই চাইছেন তাঁরা।