একান্ত ব্যক্তিগত মুহূর্তের ছবিও ফাঁস হচ্ছে নেটদুনিয়ায়, রেগে আগুন গর্ভবতী অনুষ্কা
First Published Jan 7, 2021, 10:32 AM IST
আর কয়েকদিনে মধ্যেই মা হতে চলেছেন অনুষ্কা শর্মা। গর্ভাবস্থাতেও বেবিবাম্প নিয়ে একের পর এক ছবি পোস্ট করে নেটিজেনদের নজর কেড়েছেন অভিনেত্রী। জিমের ভিডিও থেকে কোয়ালিটি টাইম কাটানোর মুহূর্ত, সবই যেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে নিমেষে। এবার পাপারাৎজিদের বেজায় চটলেন গর্ভবতী অনুষ্কা।

ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানি থেকে অনেকটাই দূরে থাকতে চাইছেন মম টু বি অনুষ্কা। তারপরও যেন রেহাই মিলছে না। অন্তঃসত্তাব অনুষ্কার প্রতিটি মুহূর্তই ক্যামেরাবন্দি হয়ে যাচ্ছে নিমেষে।

নিজের বাড়ির বারান্দায় বসে স্বামী বিরাটের সঙ্গে ব্রেকফাস্ট করছিলেন অনুষ্কা। সেই ছবিও অজান্তে ফাঁস হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে বেজায় চটেছেন অন্তঃসত্ত্বা অনুষ্কা।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন