- Home
- Entertainment
- Bollywood
- বেবি বাম্পের জন্য এই কাজটা করতে অক্ষম অনুষ্কা, স্বীকারোক্তিতে লুকিয়ে আনন্দ
বেবি বাম্পের জন্য এই কাজটা করতে অক্ষম অনুষ্কা, স্বীকারোক্তিতে লুকিয়ে আনন্দ
- FB
- TW
- Linkdin
প্রথম সন্তানের আসার আগেই চলছে বিভিন্ন প্রস্তুতি। এই মুহূর্তগুলিই আনন্দে ভরে উঠছেন অনুষ্কা।
কখনও বেবি বাম্প নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছিলেন অনুষ্কা। অন্তঃসত্ত্বা অবস্থায় স্যুইমিং পুলে ডুব দিতে প্রস্তুত তিনি।
বেবি বাম্পের ছবি, ভিডিওর পাশাপাশি নিজের পুরনো ছবি এবার পোস্ট করলেন অনুষ্কা।
যেখানে পা তুলে হাতে খাবার নিয়ে বসে রয়েছেন তিনি। যেখানে বেশি হাসিখুশি অবস্থায় দেখা যাচ্ছে অনুষ্কাকে।
অনুষ্কা এই ছবিটি শেয়ার করে লিখেছেন, "এক সময় আমি এইভাবে বসতে পারতাম। এখন এভাবে বসতে পারলেও আর বসে খেতে পারি না।"
অনুষ্কার এই পোস্টে সকল মায়েরাই নিজেদের রিলেট করতে পেরেছে। সত্যিই বেবি বাম্পের কারণে বিভিন্ন কাজই করা সম্ভব হয় না।
অভিনেত্রীর একাধিক পোস্ট একেবারেই লার্জার দ্যান লাইফ নয়। বরং আর পাঁচটা মানুষের রিলেট করার মত।
তাই অনুষ্কার পোস্টে সকলেই নিজেকে খুঁজে পায়। যা অন্যান্য অভিনেতা, অভিনেত্রীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে খুঁজে পাওয়া যায় না।