- Home
- Entertainment
- Bollywood
- Aryan Khan Drug Case - ভয় দেখানো হচ্ছে আমাকে, গ্রেফতারের ভয়েই কি আদালতের দ্বারস্থ NCB কর্তা সমীর
Aryan Khan Drug Case - ভয় দেখানো হচ্ছে আমাকে, গ্রেফতারের ভয়েই কি আদালতের দ্বারস্থ NCB কর্তা সমীর
- FB
- TW
- Linkdin
একাধিকবার (Shahrukh Khan) শাহরুখ পুত্র আরিয়ানের (Aryan Khan) জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। এখনও পর্যন্ত আর্থার রোড জেলের কারাগারেই রয়েছে আরিয়ান।শাহরুখ পুত্র আরিয়ান খানের মাদকমামলার মোড় যেন ক্রমশ অন্যদিকে ঘুরে যাচ্ছে।
এনসিবি-র (NCB) দাবাং অফিসার সমীর ওয়াংখেড়েকে (Sameer Wankhede) নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। তাকে নাকি ভয় দেখানো হচ্ছে, এমনকী নাকি গ্রেফতার করাও হতে পারে।
এমনই আশঙ্কা করে এবার আদালতের দ্বারস্থ হলেন শাহরুখ পুত্র আরিয়ান খান (Aryan Khan) মাদক মামলার নেপথ্যে থাকা এনসিবি-র তদন্তকারী অফিসার সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede)।
সমীরই যেন পুরো মাদকমামলার হিরো। বেশ কিছুদিন ধরেই তাকে নিয়ে নানা বিতর্ক দানা বেঁধেছে। অর্থের বিনিময়ে আরিয়ানের (Aryan Khan drug Case) বিরুদ্ধে সাক্ষ্য জোগাড়েরও অভিযোগ উঠেছে। অনেকেই সমীরের (Sameer Wankhede) বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলছেন।
এহেন পরিস্থিতিতে রীতিমতো গভীর আশঙ্কায় ভুগছেন সমীর (Sameer Wankhede)। এবং নিজের সুরক্ষা চাইতেই গত রবিবার মুম্বই পুলিশ কমিশনরের কাছে গিয়েছিলেন এবং সোমবারই দ্বারস্থ হলেন আদালতের।
এনসিবি-র (NCB) তদন্তকারী অফিসার সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede) বলেন, 'গত ১৫ বছর ধরে কাজ করছি। কিন্তু কোনওদিন আমার ব্যক্তিগত জীবন আর কাজ নিয়ে এমন অভিযোগ ওঠেনি'।
মাদকমামলায় হলফনামাও জমা দিয়েছেন এনসিবি-র (NCB) জোনাল ডিরেক্টের সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede)। তিনি অভিযোগ করেন, তাকে ভয় দেখানো হচ্ছে,এমনকী তদন্ত নষ্ট করারও চেষ্টা করা হচ্ছে। হলফনামা গ্রহণ করতে আদালতকে (Court) অনুরোধ করেন সমীর।
গত রবিবারই সমীরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন মাদক মামলার এক প্রত্যক্ষদর্শী। আরিয়ানের বিরুদ্ধে কথা বলা জন্য কোটি কোটি টাকা অফার করা হচ্ছে বলে দাবি তার।
তারপর থেকেই বিতর্ক জড়িয়েছেন সমীর ওয়াংখেড়ে। এরপরই তড়িঘড়ি আদালতের দ্বারস্থ হন সমীর। আরিয়ান খান মাদকমামলায় এবার সকলেরই নিশানায় রয়েছেন এনসিবি-র তদন্তকারী অফিসার সমীর ওয়াংখেড়ে ।
আপাতত রুদ্ধদ্ধার কক্ষেই দিন কাটছে আরিয়ান খানের (Aryan Khan)। সাধারণ কয়েদির মতোই জেলের বদ্ধ কুটুরিতে থাকছেন আরিয়ান। কোন দিকে মোড় নেবে তদন্ত, সেদিকেই তাকিয়ে গোটা দেশ।