- Home
- Entertainment
- Bollywood
- ছেলের কাঁধে চেপে শেষযাত্রায় বাপ্পি লাহিড়ি, বাবাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন মেয়ে রিমা
ছেলের কাঁধে চেপে শেষযাত্রায় বাপ্পি লাহিড়ি, বাবাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন মেয়ে রিমা
- FB
- TW
- Linkdin
বাপ্পি লাহিড়ির প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ।মঙ্গলবার রাতেই মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলিউডের গোল্ডেন ম্যান বাপ্পি লাহিড়ি। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৬৯ বছর। গায়ক- সুরকারের মৃত্যুতে সকলেই শোকস্তব্ধ (Bappi Lahiri Passes Away) ।
গত ২৯ দিনের লড়াই শেষ হয়েছে মঙ্গলবার রাতে। সূত্র থেকে জানা গেছে, মেয়ে রেমা লাহিড়ির কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুরকার-গায়ক বাপ্পি লাহিড়ি। সর্বভারতীয় সংবাদমাধ্যমকে প্রয়াত শিল্পীর বন্ধু জানিয়েছেন, রেমার কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাপ্পি দা। ওর সঙ্গেই শেষ কথা বলেন। ওর পরিবারের সকলেই ভেঙে পড়েছেন আকস্মিক মৃত্যুতে (Bappi Lahiri Passes Away) ।
সূত্রের খবর ইতিমধ্যেই ছেলে বাপ্পাও আমেরিকা থেকে দেশে ফিরেছেন। মধ্যরাতেই বাপ্পি লাহিড়ির ছেলে ও পুত্রবধূকে মুম্বই এয়ারপোর্টে দেখা গিয়েছে। বাবার শেষকৃত্যে অংশ নিতে লস অ্যাঞ্জেলস থেকে মুম্বই ফিরেছেন বাপ্পা লাহিড়ি ও তার স্ত্রী। মুম্বইয়ে পবন হংস শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে বাপ্পি লাহিড়ির (Bappi Lahiri Passes Away) ।
ইতিমধ্যেই মুম্বইয়ে পবন হংস শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে বাপ্পি লাহিড়ির মরদেহ। ছেলের কাঁধে চেপেই শশ্মানের পথে বলিউডের ডিস্কো কিং। বাবাকে হারিয়ে মরদেহের পিছল ছুটছে মেয়ে রিমা, বাবার শোকে প্রচন্ড কান্নায় ভেঙে পড়েছেন মেয়ে রিমা (Bappi Lahiri Passes Away) ।
ইতিমধ্যেই সকাল থেকে উপচে পড়ছে ভিড়। গায়কের প্রয়াণের খবর শুনে গতকালই বলিউডের একাংশ বাপ্পি দার বাড়িতে এসেছে শেষশ্রদ্ধা জানিয়ে গেছেন বলিউডের ডিস্কো কিং-কে। শশ্মানের বাইরে উপচে পড়ছে ভিড়। ডিস্কো কিং-কে শেষ শ্রদ্ধা জানাতে সকলেই জমায়েত করেছেন। আর কিছুক্ষণের মধ্যে শেষকৃত্য সম্পন্ন হবে (Bappi Lahiri Passes Away)।
২০২২-র শুরু থেকেই একের পর এক দু-সংবাদ বিদ্ধ করে রেখেছে বি-টাউনকে। এর আগেও করোনায় আক্রান্ত হয়েছিলেন বলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী বাপ্পি লাহিড়ি। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে কোভিডকে হারিয়ে সুস্থ হয়ে বাড়িও ফিরেছিলেন । তারপরও শরীর সায় দেয়নি। চিকিৎসক দীপক নমজোশি জানিয়েছেন, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এবং বুকে সংক্রমণে ভুগছিলেন বাপ্পি দা।
একটানা ২৯ দিন হাসপাতালে ভর্তি ছিলেন। সুস্থ হয়ে বাড়ি ফিরলেও এবার আর শেষরক্ষা হল না। বাপ্পি লাহিড়ির মৃত্যুতে সঙ্গীতজগতে শোকের ছায়া নেমে এসেছে। আশির দশকে উল্কার মতো বলিউডে তার উত্থান ছিল চোখে পড়ার মতো। একের পর এক হিন্দি ছবিতে কম্পোজ করা থেকে সুর তার গানের নেশায় বুঁদ হয়েছিল আট থেকে অষ্টাদশী। তার সেই গানের সুর এবং গান আজও দর্শকদের মণিকোঠায় উজ্জ্বল।
গতকাল থেকেই জুহু-তে লাহিড়ি হাউসে সমানে লেগে রয়েছে বিশিষ্টজনেদের ভিড়। যারা বাপ্পি লাহিড়িকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। বাপ্পি লাহিড়ির মরদেহ একটি কাঁচের কফিনে বরফ দিয়ে সংরক্ষিত করে রাখা হয়েছিল। আর একটুব পরেই মুম্বইয়ের পবন হংস শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে বাপ্পি লাহিড়ির (Bappi Lahiri Passes Away) ।