কিয়ারার স্টানিং লুকের রহস্য কী জানেন, কীভাবে রূপচর্চা করে থাকেন কিয়ারা
কয়েকবছরের মধ্যেই বলিউডে নিজের জায়গা পাকা করে নিয়েছেন অভিনেত্রী কিয়ারা আডবানী। দিনে দিনে যেন রূপ ক্রমেই ফেটে পড়ছে কিয়ারার। পার্ফেক্ট ফিগার থেকে শুরু করে তাঁর লুক, মুহূর্তে ঝড় তুলছে ভক্তমহলে।

কিয়ার লুক ও মেকআপের রহস্যই হল হালকা টাচ। লাইট মেকআপই করে থাকেন কিয়ারা। স্কিনের ধরনের ওপর নির্ভর করে প্রোডাক্ট বেছে থাকেন কিয়ারা।
ক্লিনজিং, ময়শ্চরাইজিং ও সেরাম প্রতিদিন নিজের ত্বকে লাগিয়ে থাকেন কিয়ারা। নিয়ম করে ত্বকের যত্ন নিতে ভোলেন না এই সেলেব।
নিজের স্কিন রুটিনের মধ্যে একটি অতি আবশ্যক সানস্ক্রিন। যা ছাড়া কিয়ারা এক পাও চলা পছন্দ করেন না। তাই সানস্ক্রিন সব সময় তাঁর ব্যাগে থাকে।
রাতে শুতে যাওয়ার আগে ত্বকের নানা পরিচর্যা করে থাকেন কিয়ারা। এই সময়টা নানা স্কিন ট্রিটমেন্টও নিয়ে থাকেন তিনি।
তবে মাঝে মধ্যেই ত্বকে বরফ দিয়ে থাকেন কিয়ারা। কিয়ারার কথায় এতে তিনি রিফ্রেস অনুভব করেন, ও তাঁর ত্বক সুন্দর থাকে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।