কিয়ারার স্টানিং লুকের রহস্য কী জানেন, কীভাবে রূপচর্চা করে থাকেন কিয়ারা
| Published : Jan 06 2021, 11:28 AM IST
কিয়ারার স্টানিং লুকের রহস্য কী জানেন, কীভাবে রূপচর্চা করে থাকেন কিয়ারা
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
16
কিয়ার লুক ও মেকআপের রহস্যই হল হালকা টাচ। লাইট মেকআপই করে থাকেন কিয়ারা। স্কিনের ধরনের ওপর নির্ভর করে প্রোডাক্ট বেছে থাকেন কিয়ারা।
26
ক্লিনজিং, ময়শ্চরাইজিং ও সেরাম প্রতিদিন নিজের ত্বকে লাগিয়ে থাকেন কিয়ারা। নিয়ম করে ত্বকের যত্ন নিতে ভোলেন না এই সেলেব।
36
নিজের স্কিন রুটিনের মধ্যে একটি অতি আবশ্যক সানস্ক্রিন। যা ছাড়া কিয়ারা এক পাও চলা পছন্দ করেন না। তাই সানস্ক্রিন সব সময় তাঁর ব্যাগে থাকে।
46
শ্যুটিং ছাড়া মুখে কোনও মেকআপ করেন না কিয়ারা। ত্বকে অক্সিজেন পাশের জন্য ফ্রি রাখতেই বেশি পছন্দ করেন কিয়ারা।
56
রাতে শুতে যাওয়ার আগে ত্বকের নানা পরিচর্যা করে থাকেন কিয়ারা। এই সময়টা নানা স্কিন ট্রিটমেন্টও নিয়ে থাকেন তিনি।
66
তবে মাঝে মধ্যেই ত্বকে বরফ দিয়ে থাকেন কিয়ারা। কিয়ারার কথায় এতে তিনি রিফ্রেস অনুভব করেন, ও তাঁর ত্বক সুন্দর থাকে।